আরো জোরালো সংঘর্ষের আশঙ্কা করছেন জেলেনস্কি
২৪ মে ২০২২ইউক্রেনের উপর রাশিয়ার হামলার চতুর্থ মাসে রাশিয়ার বাহিনী ডনবাস অঞ্চলে আরও জোরালো অভিযান শুরু করেছে৷ ইউক্রেনের পূর্বের এই অংশ থেকে দক্ষিণে ক্রাইমিয়া পর্যন্ত অধিকৃত এলাকার উপর স্থায়ী নিয়ন্ত্রণ কায়েম করতে রাশিয়া জোরালো উদ্যোগ নিচ্ছে৷ ডনবাস অঞ্চলে লুগানস্কের গভর্নর সের্গি গাইদাই টেলিগ্রাম মেসেঞ্জার পরিষেবায় লিখেছেন, যে রাশিয়া আরও অনেক সৈন্য পাঠিয়ে গোটা অঞ্চল দখল করার চেষ্টা চালাচ্ছে৷ সব মিলিয়ে ১২,৫০০ সৈন্য এই অভিযানে অংশ নিচ্ছে৷ বিশেষ করে সেভেরোদনেটস্ক শহরের উপর জোরালো হামলা চলছে৷ নিরীহ মানুষের পক্ষে আর পালিয়ে যাওয়া সম্ভব নয় বলে গাইদাই মনে করছেন৷ তিনি সেখানকার মানুষের উদ্দেশ্যে বরং নিরাপদ শেল্টারে আশ্রয় নেবার পরামর্শ দিয়েছেন৷
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বলেন, যুদ্ধের আগামী কয়েক সপ্তাহ বেশ কঠিন হতে চলেছে৷ সবাইকে সে বিষয়ে সচেতন হতে হবে৷ বিশেষ করে ডনবাস অঞ্চলের কঠিন পরিস্থিতির উল্লেখ করেন তিনি৷ জেলেনস্কি বলেন, সামরিক অভিানের প্রথম তিন মাসে রাশিয়া ইউক্রেনের উপর প্রায় ১,৫০০ ক্ষেপণাস্ত্র হামলা ও প্রায় ৩,০০০ বিমান হামলা চালিয়েছে৷ ডাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামে এক অনুষ্ঠানে তিনি ভিডিও লিংকের মাধ্যমে রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের উপর জোর দেন৷
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন সংকট মোটেই শুধু ইউরোপের সমস্যা নয়, গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ এক বিষয়৷ এর ফলে আন্তর্জাতিক নিয়মভিত্তিক কাঠামো ও ভৌগোলিক ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার গুরুত্ব আরও বেড়ে গেছে৷ জাপামের রাজধানী টোকিওয় ‘কোয়াড' গোষ্ঠীর শীর্ষ বৈঠকে বাইডেন আরও বলেন, বিশ্বের যে প্রান্তেই আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করা হোক না কেন, তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে৷
এদিকে ডেনমার্কের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে হারপুন নামের জাহাজ-বিধ্বংসী উন্নত ক্ষেপণাস্ত্র পাঠানোর অঙ্গীকার করেছে৷ সেই ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রয়োগ করা সম্ভব হলে কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীকে কোণঠাসা করা যাবে বলে আশা করা হচ্ছে৷ সে ক্ষেত্রে ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানি আবার শুরু হলে বিশ্বব্যাপী খাদ্য সংকট কিছুটা কমবে৷
আন্তর্জাতিক মঞ্চে কিছুটা কোণঠাসা রাশিয়া বিচ্ছিন্নতা এড়াতে চীনের সঙ্গে আরো নিবিড় সম্পর্কের উদ্যোগ নিচ্ছে৷ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বলেন, ভবিষ্যতে তারা আবার সম্পর্ক চালু করার প্রস্তাব দিলে রাশিয়াকে তার প্রয়োজনীয়তার বিষয়ে ভালো করে ভেবে দেখতে হবে৷ পশ্চিমা বিশ্ব ‘একনায়ক'-এর মতো অবস্থান নেওয়ায় চীনের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরো দ্রুত গতিতে সম্প্রসারণ করতে হবে, বলেন লাভরভ৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)