আরব আমিরাত, সৌদি আরবে ব্ল্যাকবেরির কিছু সেবা সাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছে
২ আগস্ট ২০১০সংযুক্ত আরব আমিরাতের সরকার এ ধরণের ঘটনা থেকে তাদের ব্ল্যাকবেরি মোবাইল ফোন ব্যবহারকারী নাগরিকদের রক্ষা করতে একটি সিদ্ধান্ত নিয়েছে৷ এর ফলে আগামী অক্টোবর মাসের ১১ তারিখ থেকে ব্ল্যাকবেরি ব্যবহারকারীরা ম্যাসেঞ্জার, ইমেল ও ওয়েব ব্রাউজ সেবা ব্যবহার করতে পারবেন না৷
ঘটনার শুরু গত সপ্তাহে৷ ব্ল্যাকবেরি প্রস্ততকারক কোম্পানি রিম আরব আমিরাতের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দেশের বাইরে সংরক্ষণ করছে বলে প্রথম অভিযোগ পায় সরকার৷ সেই থেকে এই ধরণের সেবা বন্ধ করার দাবি ওঠে৷ এরই প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিল৷
দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা টিআরএ এক বিবৃতিতে বলেছে, ব্ল্যাকবেরির কিছু সেবা দেশটির স্থানীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়৷ এছাড়া এসব সেবা ব্যবহার করে অনেকে এমন কোন কাজে জড়িয়ে পড়তে পারে যা দেশটির সামাজিক ও জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে৷
এছাড়া ব্ল্যাকবেরির ম্যাসেঞ্জার সেবা ব্যবহার করে এক ব্যক্তি পেট্রোলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে, এই অভিযোগে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরব আমিরাতের সরকার৷
এদিকে সৌদি সরকারও এই ধরণেরই একটি সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে৷
উল্লেখ্য, আরব আমিরাতে বর্তমানে প্রায় পাঁচ লক্ষ লোক ব্ল্যাকবেরি ব্যবহার করছে৷ আর সৌদি আরবে এই সংখ্যা প্রায় সাত লক্ষ৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম