1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশপ্রেমিক বনাম বেহায়া

২৭ জুলাই ২০১২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে ভুল বোঝাবুঝি অবসানেই মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন৷ আর বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন উল্টো কথা৷

https://p.dw.com/p/15fOm
ছবি: DW

একদিন আগে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে দেশ প্রেমিক ও সাহসী বলার পর, তাঁর সম্পর্কে ঢাকায় ইতিবাচক মন্তব্য করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ৷ তিনি আজ ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, বিশ্ব ব্যাংকের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসানের জন্যই সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছেন৷ পদ্মা সেতু নিয়ে কোনো মন্ত্রী দুর্নীতি করেননি৷ তিনি বলেন, এখন বিশ্ব ব্যাংকের ঋণের টাকাতেই পদ্মা সেতু তৈরি হবে৷

আর ঢাকায় ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পদ্মা সেতু নিয়ে সরকারে দ্বিমুখী ভূমিকা নিয়েছে৷ একদিকে সংসদে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংককে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেছেন৷ অন্যদিকে এখন আবার পদ্মা সেতুর ঋণের জন্য বিশ্ব ব্যাংকের কাছে ধরনা দেয়া হচ্ছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সাহসী দেশপ্রেমিক বলে ঠিক করেন নি৷ তাঁকে বেহায়া বলাই উচিত ছিল৷

আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেছেন, টাকা কোথা থেকে আসবে তা বড় কথা নয়৷ আর এই সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শুরু হবে৷ অপরদিকে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকারের আমলে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি ছাড়া আর কিছুই হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য