আবু ধাবিতে প্রথম ইহুদি উপাসনালয়
২৩ সেপ্টেম্বর ২০১৯আবু ধাবিতে নির্মাণ হচ্ছে আব্রাহামিক ধর্মগুলোর একটি কমপ্লেক্স৷ এই প্রকল্পের আওতায় একই চত্ত্বরে থাকবে মসজিদ, গির্জা ও সিনাগগ৷ আবু ধাবির পত্রিকা দ্য ন্যাশনাল রোববার এ সংবাদ প্রকাশ করেছে৷
গত ফেব্রুয়ারিতে প্রথম পোপ হিসেবে আরব উপদ্বীপ সফরের অংশ হিসেবে আরব আমিরাতে আসেন পোপ ফ্রান্সিস৷ তখনই এ কমপ্লেক্স তৈরির ঘোষণা করা হয়৷
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব আমিরাত নিজেদের সহনশীলতা, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায়৷
আরব আমিরাতের প্রথম সিনাগগ হলেও দেশটিতে প্রবাসী হিসেবে বসবাসরত স্বল্পসংখ্যক ইহুদি জনগোষ্ঠী একটি ভাড়া বাড়িতে উপাসনা করে আসছেন৷ কোনো সিনাগগ না থাকলেও দেশটিতে বেশ কয়েকটি গির্জা, হিন্দুদের একটি মন্দির ও শিখদের একটি গুরুদুয়ারা রয়েছে৷
আরব আমিরাতে বসবাসকারীদের বেশিরভাগই বিদেশি শ্রমিক এবং তাদের সবচেয়ে বড় অংশ ভারতীয় নাগরিক৷ আবু ধাবির ভারতীয় দূতাবাস জানিয়েছে, আরব আমিরাতে অন্তত ২৬ লাখ ভারতীয় বাস করেন৷ অর্থাৎ, আমিরাতের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই এখন ভারতীয়৷
আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে অংশ নিতে ইসরায়েলি রাজনীতিবিদরা মাঝেমধ্যেই আমিরাতে আসেন৷
চেজ ভিন্টার/এডিকে