1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ

২২ মার্চ ২০২২

বায়ুদূষণ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডের প্রযুক্তি কোম্পানি আইকিউএয়ারের বার্ষিক প্রতিবেদন বলছে, ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ ছিল বাংলাদেশ৷ ২০২০ সালেও বাংলাদেশ এই তালিকায় শীর্ষে ছিল৷

https://p.dw.com/p/48pH4
ছবি: bdnews24.com

আর ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর রাজধানী শহর ছিল ভারতের নতুন দিল্লি৷ এর পরেই আছে ঢাকা৷

‘২০২১ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে ১১৭টি দেশের ছয় হাজার ৪৭৫টি শহরের তথ্য প্রকাশ করা হয়েছে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এক ঘনমিটার বাতাসে বছরে পিএম২.৫-এর (বায়ুবাহিত ছোট ও বিপজ্জনক পার্টিকল) উপস্থিতির গড় পাঁচ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়৷ কিন্তু আইকিউএয়ারের রিপোর্ট বলছে, বাংলাদেশের বাতাসে পিএম২.৫-এর উপস্থিতির গড় ছিল ৭৬.৯৷ এরপরেই আছে আফ্রিকার দেশ চাড (৭৫.৯)৷ পাকিস্তান (৬৬.৮) ও ভারত (৫৮.১) আছে তিন ও পাঁচ নম্বরে৷ এই তালিকায় জার্মানির অবস্থান ৮৯ নম্বরে (১০.৬)৷

আইকিউএয়ার জানিয়েছে, ২০২১ সালে কোনো দেশেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করে দেয়া মানের (পাঁচ মাইক্রোগ্রামের কম পিএম২.৫) বাতাস ছিল না৷ তবে তিনটি শহর বা অঞ্চলে সেই মানের বাতাস পাওয়া গেছে৷ সেগুলো হলো ফ্রান্সের অধীনে থাকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়া (৩.৮), ইউএস ভার্জিন আইল্যান্ডস (৪.৫) এবং পুয়ের্টো রিকো (৪.৮)৷

রাজধানীর তালিকা

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর রাজধানী শহর হয়েছে ভারতের নতুন দিল্লি (৮৫)৷ আগের বছরের তালিকাতেও দিল্লি শীর্ষে ছিল৷ সবশেষ তালিকার দুই নম্বরে আছে ঢাকা (৭৮.১)৷ ছয় নম্বরে আছে নেপালের কাঠমাণ্ডু (৫০.৯), ১১ নম্বরে পাকিস্তানের ইসলামাবাদ (৪১.১) এবং ১৬ নম্বরে আছে চীনের বেইজিং (৩৪.৪)৷

আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়েছে ভারতের রাজস্থানের ভিওয়াড়ি (১০৬.২) ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদ (১০২)৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, আইকিউএয়ার)

২০১৯ সালের এপ্রিলের ছবিঘরটি দেখুন...