ভারতের কুনুর শহরে জৈব বর্জ্য এবং অন্যান্য আবর্জনা দীর্ঘদিন স্তুপ করে রাখা হতো৷ কিন্তু একপর্যায়ে সেখানকার বাসিন্দারা বিকল্প ভাবতে শুরু করেন৷ তারা আবর্জনা সংগ্রহ, বাছাই এবং কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন৷ এই উদ্যোগ এক সাথে যেমন সম্ভাবনাময় এক ব্যবসার পথ তৈরি করেছে, একইভাবে শহরকে করেছে আগের চেয়ে পরিচ্ছন্ন৷