1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাভারত

আবর্জনা যখন ব্যবসার পণ্য!

২৯ নভেম্বর ২০২৪

ভারতের কুনুর শহরে জৈব বর্জ্য এবং অন্যান্য আবর্জনা দীর্ঘদিন স্তুপ করে রাখা হতো৷ কিন্তু একপর্যায়ে সেখানকার বাসিন্দারা বিকল্প ভাবতে শুরু করেন৷ তারা আবর্জনা সংগ্রহ, বাছাই এবং কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন৷ এই উদ্যোগ এক সাথে যেমন সম্ভাবনাময় এক ব্যবসার পথ তৈরি করেছে, একইভাবে শহরকে করেছে আগের চেয়ে পরিচ্ছন্ন৷

https://p.dw.com/p/4nZyP