1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্নার সমর্থনে আমির সহ বলিউডের অনেকেই

৮ এপ্রিল ২০১১

দুর্নীতি দমনে ব্যাপক আইন প্রণয়নের দাবিতে বিশিষ্ট সমাজসেবী আন্না হাজারের আমরণ অনশনের সমর্থনে এগিয়ে আসছে বলিউডও৷

https://p.dw.com/p/10pfy
আন্নার সমর্থনে এগিয়ে এসেছেন চিত্রতারকারাওছবি: picture alliance/dpa

একটা সমাধানে আসতে সরকার কিছু দাবি মেনে নিলেও, মূল দাবি না মানা অবধি অনশন চলবে, জানানো হয়েছে এই কথা৷

আন্নার সমর্থনে বেশ জোরেশোরে এগিয়ে এসেছেন চিত্রতারকারা৷ অভিনেতা আমির খান প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে চিঠিতে অনুরোধ জানিয়েছেন আন্নার দাবিকে বিবেচনা করে দেখার জন্য৷ দেশের বিভিন্ন শহরেও আন্নাকে সমর্থন করে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলেছে৷ ফেসবুক ও টুইটারে হাজার হাজার সমর্থকরা মন্তব্য করছেন৷ প্রতি মিনিটে আপডেট ৪০ থেকে ৫০টি৷

Amir Khan Filmszene aus Lagaan Bollywood Indien Filmindustrie
অভিনেতা আমির খানছবি: AP

নতুনদিল্লিতে সংসদ ভবনের অদূরে আন্নার অনশন মঞ্চের চারপাশে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে৷ আর বলিউড তারকাদের মধ্যে আমির খান ছাড়াও আন্না হাজারের পক্ষে সমর্থন জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর, তারকা জুহি চাওলা এবং চরিত্রাভিনেতা অনুপম খের৷

বৃহস্পতিবার সরকার কিছুটা নমনীয় হয়েছে৷ জন-লোকপাল বিলের খসড়া রচনার জন্য যৌথ কমিটি গঠনের সঙ্গে একমত হয়েছে সরকার৷ তবে আন্না হাজারে বলছেন, জন-লোকপাল বিলের খসড়া রচনার জন্য যৌথ কমিটি গঠনে সরকারি বিজ্ঞপ্তি জারি করা না হলে তিনি অনশন চালিয়েই যাবেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়