আত্মহত্যা
২০ আগস্ট ২০১২রবিবার গভীর রাতে ক্যালিফোর্নিয়ার একটি সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন স্কট৷ তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর৷ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী স্কটকে লাফিয়ে পড়তে দেখেছেন৷
এর চার ঘণ্টা পর লস অ্যাঞ্জেলসের পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা স্কটের মরদেহ নদী থেকে ঊদ্ধার করে৷ এজন্য সোনার যন্ত্রের সহায়তা নেয়া হয়৷
সেতুর উপর দাঁড় করিয়ে রাখা স্কটের গাড়িতে একটি চিরকুট পাওয়া গেছে৷ তাতে আত্মহত্যার কারণ লেখা ছিল বলে ধারণা করা হচ্ছে৷ তবে পুলিশ ঐ চিরকুটে কী লেখা ছিল, সেটা প্রকাশ করেনি৷
অ্যাকশনধর্মী ‘টপ গান' ছবিটি ছিল এলিট নৌ-বাহিনীর পাইলটদের নিয়ে৷ মুক্তি পাওয়ার বছরে ছবিটি ১৭৬ মিলিয়ন ডলার আয় করেছিল৷
‘টপ গান' ছাড়াও স্কটের অন্যান্য হিট ছবির মধ্যে রয়েছে ‘এনিমি অফ দ্য স্টেট', ‘বেভারলি হিলস কম টু', ‘স্পাই গেম', ‘আনস্টপেবল' এবং ‘ক্রিমসন টাইড'- যেটা ডুবোজাহাজের একটি থ্রিলার৷ এই ছবিতে জেনে হ্যাকম্যান ও ডেনজেল ওয়াশিংটন৷
স্কটকে ছবির জগতে নিয়ে আসেন তাঁর ভাই চলচ্চিত্র পরিচালক রিডলে স্কট৷ ছবি তৈরি শুরুর আগে স্কট তাঁর ভাইয়ের কোম্পানির হয়ে টেলিভিশনের জন্য অনেক বিজ্ঞাপন তৈরি করেছিলেন৷
জেডএইচ / ডিজি (এএফপি)