আঙ্গেলা ম্যার্কেল এর দক্ষিণ আফ্রিকা সফর
৫ অক্টোবর ২০০৭জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল তাঁর দক্ষিণ আফ্রিকা সফরের সময় প্রিটোরিয়ায় সেদেশের প্রেসিডেন্ট থাবো এম্বেকি এর সাথে এক বৈঠকে প্রতিবেশী জিম্বাবুয়ে এর বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন৷ তিনি দেশটিতে মানবাধিকার লংঘনের অবসানে এম্বেকি এর প্রতি আহ্বান জানান আরো জোরদার পদক্ষেপ গ্রহণের৷ ম্যার্কেল বলেন, জিম্বাবুয়ে এর পরিস্থিতি সত্যিই খুব নাজুক৷ এটা আমি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে স্পষ্ট করে বলেছি৷ এম্বেকি জিম্বাবুয়ে এর সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছেন৷ এম্বেকি জানান, আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে৷
ম্যার্কেল বলেন, আফ্রিকা মহাদেশে বিভিন্ন সমস্যার সমাধানে দক্ষিণ আফ্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷ তিনি বলেন, আফ্রিকা ইউনিয়নের আওতায়ও দক্ষিণ আফ্রিকা প্রচেষ্টা করছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, সুদান ও সোমালিয়ার সমস্যা সমাধানের জন্য৷ ম্যার্কেল বলেন, দক্ষিন আফ্রিকায়ও জিম্বাবুয়ে এর হাজার হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে৷ দেশটির অর্থনীতিতে এর প্রভাব পড়েছে৷ পর্তুগালের রাজধানী লিসবন এ আগামী ডিসেম্বরে ইইউ- আফ্রিকান শীর্ষ-বৈঠক অনুষ্ঠিত হবে- সেখানে আফ্রিকা ইউনিয়নের সমস্ত সদস্যরাষ্ট্রগু-লোকে আমন্ত্রণ জানানো হবে-জোর দিয়ে বলেন জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল৷ ব্রিটেন ঐ শীর্ষ-বৈঠকে যোগ না দেওয়ার হূমকি দিয়েছে-যদি জিম্বাবুয়ে এর বিতর্কিত প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তাতে যোগ দেন৷ উল্লেখ্য যে, মানবাধিকার লংঘন ও জিম্বাবুয়ে এর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে জিম্বাবুয়ে এর ওপরে বিশেষ করে পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করেছে৷
জার্মান চ্যান্সেলার ম্যর্কেল বলেন, গত বছর জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অর্জিত অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকা কাজে লাগাতে পারে দুই হাজার দশ সালে সেখানে অনুষ্ঠেয় বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজনে৷
আঙ্গেলার ম্যার্কেল এর সফরসঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে রয়েছেন জার্মান জাতীয় ফুটবল টীমের ম্যানেজার অলিভার বিয়ারহফও৷ তাঁরা আজ জোহানেসব্যার্গ এ বিশ্বকাপ স্টেডিয়াম পরিদর্শন করেন৷