1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামী বছর থেকে এক অঙ্কের সুদহার

১৮ ডিসেম্বর ২০১৯

আগামী বছরের শুরুতেই ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল৷ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি৷

https://p.dw.com/p/3V1US
ছবি: PID

২০২০ সালের শুরু থেকেই বাংলাদেশে ব্যাংক ঋণের সুদহার দশ ভাগের নিচে বা এক অঙ্কে নেমে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল৷ বাংলাদেশ ব্যাংক শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলেও উল্লেখ করেছেন তিনি৷ সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান বলে উল্লেখ করা হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে৷

মন্ত্রী বলেন, ‘‘১ জানুয়ারি থেকে (এক অঙ্কের সুদের হার) কার্যকর করার চেষ্টা করছি, সে কারণে তারা (কেন্দ্রীয় ব্যাংক) একটি প্রজ্ঞাপন ইস্যু করবেন৷ সে প্রজ্ঞাপনে সব কিছু থাকবে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কাজ করতে হবে৷''

উল্লেখ্য গত আগস্টে ঋণের সুদহার নয় শতাংশ এবং আমানতের সুদহার ছয় শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা৷ এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিলেও তা কার্যকর করেনি বাণিজ্যিক ব্যাংকগুলো৷ এমন অবস্থায় দুই ডিসেম্বর একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক৷ সাত কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)