1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

আক্রমণের পর এই প্রথম জনসভায় বক্তৃতা ট্রাম্পের

১৯ জুলাই ২০২৪

আনুষ্ঠানিকভাবে রিপাবলিকানদের কনভেনশনে প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন দেওয়া হলো ডনাল্ড ট্রাম্পকে।

https://p.dw.com/p/4iUYH
কনফারেন্সে বক্তৃতা করছেন ট্রাম্প
ট্রাম্পের বক্তৃতাছবি: Morry Gash/AP Photo/picture alliance

পেনসিলভেনিয়ায় গত সপ্তাহে জনসভা চলাকালীন ট্রাম্পের উপর আক্রমণ চালায় এক ব্য়ক্তি। ট্রাম্পের কান ঘেঁসে সেই গুলি বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে নামেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এর পরদিনই রিপাবলিকানদের জাতীয় কনফারেন্সে যোগ দিতে চলে যান ট্রাম্প। বৃহস্পতিবার ছিল তার শেষ দিন। সেখানেই বক্তৃতা করেন ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন গ্রহণ করেন।

চারদিনের কনভেনশনে ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা এবং নিউ ইয়র্ক আদালত ট্রাম্পের বিরুদ্ধে সম্প্রতি যে শাস্তি ঘোষণা করেছে, সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। বরং প্রায় সমস্ত বক্তাই বলেছেন, ট্রাম্প কত বড় পারিবারিক মানুষ। দেশের জন্য় তিনি কত কিছু করেছেন। অভিযোগ করা হয়েছে, ডেমোক্র্য়াটরা ট্রাম্পের বিরুদ্ধে অনৈতিক সমালোচনা করেন।

ট্রাম্পের বক্তৃতা ছিল কনভেনশনের শেষ দিন। পুরো বক্তৃতাই টেলিভিশনে দেখানো হয়েছে। যে সমস্ত ভোটার এখনো নিজেদের সিদ্ধান্ত নিতে পারেননি, মূলত তাদের লক্ষ্য় করে এদিন বক্তৃতা করেছেন ট্রাম্প। বলেছেন, ''আগামী চারমাসের মধ্যে আমি ক্ষমতায় আসবো। এক নতুন অ্যামেরিকা উপহার দেবো, কথা দিচ্ছি।''

বক্তৃতায়তার উপর আক্রমণের বিষয়টিও সামনে নিয়ে আসেন সাবেক প্রেসিডেন্ট। দাবি করেন, যে বক্তৃতা তিনি করছেন, তা তার নিজের লেখা।

ডেমোক্র্য়াটদের পরিস্থিতি

বুধবারই করোনায় আক্রান্ত হয়ে বাড়ি ফিরে গেছেন জো বাইডেন। তার বেশ কয়েকটি সভা বাতিল করা হয়েছে। তবে চিকিৎসকেরা বলেছেন, তিনি সুস্থ আছেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিস জনসভা করছেন। বৃহস্পতিবার নর্থ ক্য়ারোলিনায় সভা করেছেন তিনি। তবে সেখানে বাইডেনের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠছে, তা নিয়ে কথা বলেননি তিনি। উল্টে ট্রাম্পের সমালোচনা করেছেন।

বাইডেন অসুস্থ এবং তার সরে দাঁড়ানো উচিত, ডেমোক্র্য়াটদের মধ্য থেকেও এই আওয়াজ উঠেছে। বৃহস্পতিবার গুজব রটে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও এই দাবি করেছেন। যদিও ওবামা এ নিয়ে কোনো মন্তব্য় করেননি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)