এখনই সাকিবকে দেশে চায় বিসিবি
১৫ এপ্রিল ২০১৯আইপিএল থেকে সাকিব আল হাসানকে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেয়ার জন্য তাঁকে চিঠি পাঠানো হচ্ছে বলে সোমবার জানিয়েছে তারা৷ বর্তমানে এই অলরাউন্ডার আইপিএলে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলছেন৷
বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন, ‘‘আমাদের ক্যাম্প শুরু হতে যাচ্ছে৷ আমি সাকিবকে ফেরত আসার জন্য শিগগিরই চিঠি পাঠাতে বলেছি৷ দেখা যাক এ বিষয়ে সে কী প্রতিক্রিয়া জানায়৷''
চলতি আইপিএলে অবশ্য সাকিবকে ড্রেসিং রুমে বসেই সময় কাটাতে হচ্ছে৷ এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি৷ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে সাকিব ৩ দশমিক ৪ ওভার বল করে ৪২ রানে ১ উইকেট নিয়েছেন৷ এর আগে জানুয়ারিতে বিপিএল-এর ফাইনালে ইনজুরিতে পড়েন তিনি৷ সুস্থ হওয়ার পর সেটিই ছিল তাঁর একমাত্র ম্যাচ৷
অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, আফগানিস্থানের রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো তারকাদের নিয়ে এবার দল গড়েছে হায়দ্রাবাদ৷ এত তারকার ভিড়ে সাকিব সামনে আর কোনো ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে ক্রিকেট বোর্ডের৷
পর্যাপ্ত ম্যাচ খেলতে না পারায় সাকিব নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখতে ব্যক্তিগত কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে ভারতে নিয়ে গেছেন৷
এদিকে ২২ এপ্রিল থেকে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে৷ তারপর মে মাসের শুরুতে বাংলাদেশ দলের ইংল্যান্ডের উদ্দেশ্য তাদের রওনা হওয়ার কথা৷ ৫ থেকে ১৭ মে আয়ারল্যান্ডে চলবে ত্রিদেশীয় টুর্নামেন্ট৷ ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের বাংলাদেশ মিশন শুরু হচ্ছে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে৷
এফএস/এসিবি (এএফপি)