আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে না: অ্যাডভোকেট মনজিল মোরশেদ
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা শুধু একজন বিচারকের উপর নয়, এটা পুরো বিচার বিভাগের উপর আঘাত।''
এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘‘শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে এ ঘটনা।''
২০১৬ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায়ে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে করা মন্তব্যের জেরে বুধবার বিচার কাজ চলার সময় বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে একজন আইনজীবী বিচারকদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করেন। এ ঘটনার এক পর্যায়ে বিচারকরা এজলাস ছেড়ে যান। বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কী? এ বিষয়ে অ্যাডভোকেট মনজিল মোরশেদ ডয়চে ভেলেকে বলেন, "সুপ্রিম কোর্ট দেশের বাইরের কোনো প্রতিষ্ঠান না। দেশের মধ্যে যে অবস্থা চলে, এখানে তার প্রতিফলন ঘটে। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে না। প্রধান বিচারপতি দ্রুত উদ্যোগ নিয়েছে বলে বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা পেয়েছে। এটা না হলে বিচার বিভাগ অধঃপতনে যেতো। মর্যাদা থাকতো না। মর্যাদা ধ্বংসের কাজ তো এবারই প্রথম না। আগেও আমরা দেখেছি প্রধান বিচারপতিকে কিভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তখন থেকেই এই বিষয়গুলো চলছে। প্রধান বিচারপতির বিবৃতি প্রমাণ করে, আমরা আগের অবস্থা থেকে বের হতে পারিনি। এ ব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া দরকার।