হরতালে নাশকতার শাস্তি নেই!
১৭ আগস্ট ২০১৩সবগুলো ঘটনাতেই মামলা করা হয়৷ তদন্তও শুরু করে পুলিশ৷ কিন্তু সাধারণ মানুষের এসব মামলার তদন্ত যেন কোনভাবেই শেষ হয় না৷ দু'য়েকটি মামলার তদন্ত যাও শেষ হয় সেগুলো পুরোপুরি রাজনৈতিক কারণে৷ সরকারের প্রয়োজনে যে সব মামলার তদন্ত করা দরকার শুধুমাত্র সেগুলোরই চার্জশিট দেয় পুলিশ৷ আসলে বিরোধী দলের নেতাকর্মীদের যেসব মামলায় ‘আটকানো' দরকার সেগুলোরই তদন্ত করে পুলিশ৷
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল'এর পরিচালক ড. শাহদীন মালিক ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের দেশে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে পুলিশ আইন অনুযায়ী নয়, সরকারের ইচ্ছা অনুযায়ী কাজ করে থাকে৷ অনেক সময় পুলিশ চাইলেও ভালো কিছু করতে পারে না৷ অনেক সময় পুলিশের ভালো কিছু করার ক্ষমতাও নেই৷ ফলে যা হওয়ার এখন তাই হচ্ছে৷ সাধারণ মানুষের মামলাগুলো আর তদন্ত করছে না৷ শুধুমাত্র সরকারের প্রয়োজনে যে মামলাগুলোর তদন্ত হওয়া দরকার সেগুলোই করছে৷''
সর্বশেষ গত মঙ্গল ও বুধবার সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল পালন করেছে জামায়াতে ইসলামী৷ এই হরতাল শুরুর আগের দিন সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ি এলাকায় শ্যামলী পরিবহন ও একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয়৷ ওই ঘটনায় থানায় মামলায়ও হয়েছে৷ এর আগেও প্রতিটি হরতালের আগের দিন একাধিক যানবাহনে আগুন দেয়া হয়েছে৷ ব্যক্তিমালিকানাধীন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা মামলাও করেন৷ এছাড়া কিছু ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে৷ কিন্তু দিনের পর দিন মামলাগুলো মামলার মতো থাকে৷
ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান এই বিষয়ে ডয়চে ভেলেকে বলেন, ‘‘মামলার যে তদন্ত হয় না- এমনটি ঠিক নয়৷ মামলা দায়েরের পরপরই পুলিশ তদন্ত শুরু করে৷ কোন মামলার তদন্ত দ্রুত শেষ হয় আর কোন মামলার তদন্তে একটু সময় লাগে৷ কিন্তু সব মামলারই তদন্ত করে পুলিশ৷''
পুলিশের সক্ষমতার ব্যাপারে তিনি বলেন, ‘‘দেশে যত বড় ঘটনা ঘটেছে তার সবই কিন্তু এই পুলিশই তদন্ত করে উদ্ঘাটন করেছে৷ ফলে পুলিশের সক্ষমতা যে নেই তা বলার কোন সুযোগ নেই৷ আর পুলিশ রাজনৈতিকভাবে মামলার তদন্ত করে এমন ধারণা ঠিক নয়৷ পুলিশ আইন অনুযায়ী পরিচালিত হয়৷ আইনের মাধ্যমেই পুলিশের সব কার্যক্রম পরিচালিত হয়৷
ড. শাহদীন মালিক বলেন, ‘‘পুলিশ সঠিকভাবে কিছু করার ক্ষমতা রাখলেও দেশে যে অপসংস্কৃতি চালু রয়েছে, তার ফলে তাদের পক্ষে সরকারের সিদ্ধান্তের বাইরে কিছুই করার নেই৷''
তিনি বলেন, ‘‘সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের মামলারও ১০ ভাগের বেশি মামলা প্রমাণ করতে পারে না পুলিশ৷ আর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশের পক্ষে যেটুকু করা সম্ভব তারা সেটুকুও করে না৷''
ড. শাহদীন মালিকের মতে, ‘‘আমাদের এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে৷ যদিও বর্তমানে পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য কিছু কিছু অত্যাধুনিক সরঞ্জাম আমদানি করা হচ্ছে৷ সবচেয়ে বড় কথা হল তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে৷ তাহলেই একটা পরিবর্তন আসবে৷''