আইএসের হামলা, পাকিস্তানে নিহত ৮৫
১৩ জুলাই ২০১৮২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচনে মাসতুং আসন থেকে বালুচিস্তান আওয়ামী পার্টির প্রার্থী ছিলেন সিরাজ৷ সেই নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যেই আয়োজন করা হয় এই রাজনৈতিক সভার৷
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হামলাটি আত্মঘাতী ছিল৷ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বুঙ্গালজায়ি জানিয়েছেন, সিরাজ রাইসানিকে গুরুতর আহত অবস্থায় কোয়েটার উদ্দেশে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান৷
বালুচিস্তানের বেসামরিক প্রতিরক্ষা পরিচালক আসলাম তারিন জানিয়েছেন, হামলায় আট থেকে দশ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকতে পারে৷
এই হামলায় দেড় শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন৷ গত কয়েকদিন ধরে চলা নির্বাচন পূর্ববর্তী সহিংসতার মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ৷
এর আগে, শুক্রবার সকালে খাইবার পাখতুনখোয়ার মুখ্য মন্ত্রী আকরাম খান দুররানির গাড়িবহরে বোমা হামলায় হয়৷ এতে দুররানি বেঁচে গেলেও নিহত হন ৪ জন, আহত হন অন্তত ৩২ জন৷
এডিকে/এসিবি (এএফপি, এপিটিএন)