অ্যামেরিকায় মেয়ে নিগ্রহের অভিযোগের পরও ভারতে কাজ করেন এক যাজক
৬ এপ্রিল ২০১০এবার এ ধরণেরই আরেকটি খবরে জানা গেল যে, দুই অ্যামেরিকান মেয়েকে যৌন নিগৃহীত করার দায়ে অভিযুক্ত যাজক ফাদার যোসেফ জেয়াপল বেশ কয়েক বছর কাজ করেছেন ভারতের রোমান ক্যাথলিক স্কুলে৷
জানা গেছে, মিনেসোটার বিশপ ভিক্টর বাল্কে ২০০৫ সালে প্রথম অভিযোগ আনেন ফাদার জেয়াপলের বিরুদ্ধে৷ ভ্যাটিকানের কাছে করা ঐ অভিযোগে বিশপ বাল্কে ভারতীয় নারী ও মেয়েদের জন্য ফাদার জেয়াপল ‘ভয়ঙ্কর ক্ষতির' কারণ হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন৷ ভারতে জেয়াপলের বিশপের কাছেও অভিযোগ করেছিলেন বিশপ বাল্কে৷
এছাড়া ঐ দুই মার্কিন মেয়ের আইনজীবি জেফ এন্ডারসন ফাদার জেয়াপলের বিরুদ্ধে শিশু ধর্ষণের বিচার করার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন৷ এন্ডারসন বলেন, ফাদার জেয়াপল যে একজন যৌন নিগ্রহকারী ছিলেন সেটা জানতো কেবল ভ্যাটিকান এবং তাঁর বিশপ৷ কিন্তু সুনাম ক্ষুণ্ণ হবার ভয়ে তাঁরা ঘটনাটি গোপন রাখেন৷
বিশপ বাল্কে বলেন, ২০০৪ সালে যখন প্রথম মেয়ে নিগ্রহের ঘটনা ঘটে তখনি তিনি ভ্যাটিকানকে ঘটনাটি জানিয়েছিলেন৷ তারও প্রায় পাঁচ মাস পরে ভ্যাটিকান থেকে তাঁকে চিঠি দিয়ে জানানো হয় যে, ভ্যাটিকান থেকে ফাদার জেয়াপলের গতিবিধির ব্যাপারে সতর্ক থাকতে ও তাঁর কার্যক্রম পর্যবেক্ষণ করতে ভারতে তাঁর বিশপকে বলা হয়েছে৷
এরপর আবার ২০০৬ সালে যখন দ্বিতীয় নিগ্রহের ঘটনা ঘটে তখন আবার বিশপ বাল্কে রোমে গিয়ে ভ্যাটিকানের কাছে অভিযোগ করেন৷ কিন্তু এ ব্যাপারে ভ্যাটিকান কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা তাঁকে জানানো হয়নি বলে জানিয়েছেন বিশপ বাল্কে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী