অ্যামাজনে আদিবাসীদের শেষকৃত্যের বিরল ছবি
অ্যামাজন রেইন ফরেস্টের শিঙ্গু এলাকার ইয়াওয়ালাপিচি আদিবাসী গোষ্ঠীর প্রধান কাসিকে আরিতানা গত আগস্ট মাসে করোনায় মারা যান৷ কয়েকদিন ধরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়৷ একমাত্র সংবাদমাধ্যম হিসেবে রয়টার্সকে সেখানে ঢুকতে দেয়া হয়েছিল৷
গোষ্ঠী প্রধানের মৃত্যু
অ্যামাজন রেনফরেস্টের শিঙ্গু এলাকার ইয়াওয়ালাপিচি আদিবাসী গোষ্ঠীর প্রধান কাসিকে আরিতানা গত আগস্ট মাসে করোনায় মারা যান৷ কয়েকদিন ধরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়৷ একমাত্র সাংবাদিক হিসেবে রয়টার্সের এক আলোকচিত্রীকে সেখানে ঢুকতে দেয়া হয়েছিল৷
অসহায় অনুভব
লাভের আশায় অবৈধভাবে বনের গাছ কাটা, সয়া চাষ ও সোনার খোঁজ করা ব্যবসায়ীদের আনাগোনার কারণে শিঙ্গু এলাকায় বাস করা বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর থাকার জায়গা দিন দিন কমে যাচ্ছে৷ তাদের বিরুদ্ধে এক হয়ে লড়ার জন্য একজন নেতার প্রয়োজন হয়৷ আরিতানা সেই নেতা ছিলেন৷ এখন তিনি চলে যাওয়ায় আদিবাসীরা অসহায় অনুভব করছেন বলে জানিয়েছেন আরিতানার ছেলে৷
শেষকৃত্য
আরিতানার মৃত্যুতে কয়েকদিন ধরে কেঁদেছেন আদিবাসী নারীরা৷ এরপর তার শেষকৃত্যের আয়োজন করা হয়৷ গায়ে রং, মাথায় পাখির পালক পরে নাচ, মার্শাল আর্ট আর খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল সেখানে৷ শেষকৃত্য অনুষ্ঠানকে তাদের ভাষায় কুয়ারুপ নামে ডাকা হয়৷
মাছ রান্না
শিঙ্গু এলাকায় বেশ কয়েকটি আদিবাসী গোষ্ঠীর বাস৷ তাদের প্রোটিনের অন্যতম উৎস মাছ৷ শেষকৃত্যেও মাছের ব্যবহার দেখা যায়৷ ছবিতে খোলা আকাশের নীচে মাছ রান্না করতে দেখা যাচ্ছে৷ প্যানকেকের সঙ্গে এগুলো খাওয়া হয়৷
মাছ কমে যাচ্ছে
কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক পানিতে মিশে এবং সয়া চাষের জন্য নদী থেকে পানি নেয়ায় দিন দিন নদীতে মাছের সংখ্যা কমে যাচ্ছে বলে জানিয়েছেন আদিবাসীরা৷ ছবিতে একজনকে কোমরে মাছ বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে৷ এভাবে তিনি শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিয়েছেন৷
মার্শাল আর্ট
শিঙ্গু এলাকায় বাস করা প্রায় নয়টি আদিবাসী গোষ্ঠীর পুরুষ যোদ্ধারা শেষকৃত্যের অংশ হিসেবে গায়ে রং মেখে এবং রংবেরংয়ের পোশাক পরে মার্শাল আর্টে অংশ নিয়ে থাকেন৷
প্রতিবাদ
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো অ্যামাজনের সংরক্ষিত এলাকায় কৃষিকাজ ও খননকাজের সমর্থক৷ আদিবাসীদের অধিকার নিয়ে ভাবেন না তিনি৷ এই বিষয়টিও শেষকৃত্যের সজ্জায় উঠে এসেছে৷ উপরের ছবির ছেলের গায়ে রং দিয়ে লেখা ‘বের হও বলসোনারো’৷