‘২০২১ ছিল প্রতিশ্রুতি ভঙ্গের বছর’
২৯ মার্চ ২০২২‘দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস' শিরোনামের প্রতিবেদন বলছে, ‘‘আফগানিস্তান, বুর্কিনা ফাসো, ইথিওপিয়া, ইসরায়েল/ফিলিস্তিন, লিবিয়া, মিয়ানমার ও ইয়েমেনে সংঘাতে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন অনেকখানি লঙ্ঘিত হয়েছে৷''
মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক ঘটনায়ও শাস্তি দেয়া থেকে বিশ্ব নেতৃবৃন্দ বিরত থেকেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি৷ ‘‘খুব অল্প সংখ্যক ক্ষেত্রে প্রয়োজনীয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে, খুব অল্প ক্ষেত্রে ন্যায়বিচার ও জবাবদিহিতা ছিল৷ এর পরিবর্তে সংঘাত বেড়েছে,'' বলে প্রতিবেদনে বলা হয়৷
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক ফিলিপ লুথ ডয়চে ভেলেকে বলেন, ‘‘২০২১ সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার করা হয়েছিল... কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত৷''
তিনি বলেন, গতবছর আশা ছিল পুরো বিশ্ব একসঙ্গে সমানভাবে মহামারি থেকে বেরিয়ে আসবে৷ কিন্তু বাস্তবে দেখা গেছে, ধনী দেশগুলো টিকা তৈরি ও বিতরণে বাধা তৈরি করেছে৷
অ্যামনেস্টির প্রতিবেদন বলছে, আফ্রিকার ১২০ কোটি অধিবাসীর আট শতাংশেরও কম মানুষ করোনার সব টিকা পেয়েছেন - যা বিশ্বের সব অঞ্চলের মধ্যে সবচেয়ে কম৷ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪০ শতাংশের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম৷
অ্যামনেস্টি বলছে, বিরোধী ও সুশীল সমাজকে দমাতে অনেক দেশের সরকার মহামারিকে কাজে লাগিয়েছে৷ ‘‘কয়েকটি দেশের সরকার বাকস্বাধীনতা সীমিত করতে মহামারিকে ব্যবহার করেছে,'' বলে জানান ফিলিপ লুথ৷
অ্যামনেস্টিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, সুশীল সমাজের কাজেও প্রভাব ফেলেছে মহামারি৷ ‘‘বিভিন্ন কৌশলের কারণে অনেক অঞ্চলে সুশীল সমাজের পক্ষে কাজ করা কঠিন হয়ে উঠেছে,'' বলে ডয়চে ভেলেকে জানান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের' মানবাধিকার ও শান্তি বিভাগের প্রধান জিলকে ফাইফার৷
সরকার ও বেসরকারি সংস্থাগুলোর অনেক কাজ এখন অনলাইনে হচ্ছে৷ তাই সরকারগুলো এখন অনলাইন নিয়ন্ত্রণের চেষ্টা করছে৷ অ্যামনেস্টির প্রতিবেদনে এমন কয়েকটি উদাহরণ দেয়া হয়েছে৷ যেমন ২০১৯ সালের ৪ আগস্ট থেকে ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইন্টারনেট বন্ধ রাখা, মস্কোতে বিক্ষোভে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার এবং সাংবাদিক, বিরোধী ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলের পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার৷
২০২১ সালে রাশিয়া, ভারত, কলম্বিয়া, সুদান, লেবানন ছাড়াও অন্তত ৭৫টি দেশের মানুষ নিজের ও অন্যের অধিকারের জন্য রাস্তায় নেমেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি৷
লিসা হ্যানেল/জেডএইচ