1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পথে আলবানিজ

২২ মে ২০২২

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ৷ দেশটিতে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর গণনা চলছে৷

https://p.dw.com/p/4BhNK
Australien Sidney | Anthony Albanese gewinnt Wahl
লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ৷ছবি: JAIMI JOY/REUTERS

তবে প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজ জয়ের পথে রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো৷ আর জয়ের পথে এগিয়ে থাকা আলবানিজ অবশ্য ইতিমধ্যেই পরিবেশসহ নানা ইস্যুতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন৷ 

জানা গেছে, শনিবার হওয়া নির্বাচনে দেশটির সংসদের নিম্নকক্ষের ১৫১টি আসনের মধ্যে ৭১টি আসনে জয়লাভ করেছে আলবানিজের লেবার পার্টি৷ আর বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন মধ্যডানপন্থী জোট ৫১টি আসনে জয় লাভ করেছে৷

ক্ষমতায় আসতে সংসদে ৭৬টি আসন প্রয়োজন৷ হিসেব অনুযায়ী, রোববার পর্যন্ত মোট ভোটের ৬৭ শতাংশ গণনা করা হয়েছে৷

আর এর ফলে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, মধ্যবামপন্থী লেবার পার্টি দেশটির নতুন সরকার গঠন করতে যাচ্ছে৷ যদিও সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে আলবানিজ ক্ষমতায় আসতে পারবেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷

ক্ষমতায় আসতে যাওয়া লেবার পার্টির এই নেতাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আন্তর্জাতিক নেতারা এরইমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন৷ 

ভোট গণনায় এগিয়ে থাকা লেবার পার্টির এই নেতা বলেন, ‘‘আমি দেশে পরিবর্তন আনতে চাই৷ এখন যেই অবস্থায় দেশ চলছে এর পরিবর্তন করতে চাই৷''

অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানির সুপারপাওয়ার হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন৷  

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়াতে বন্যা ও দাবানালের ঘটনা ঘটছে৷ আর একারণে রাজনৈতিক দলসহ ভোটারদের মধ্যেও পরিবেশ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি ছিল৷

আরআর/এফএস (এএফপি, রয়টার্স)