1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কার মনোনয়নে খুশি ভারতের গ্রামের সংবাদ সংস্থা

১২ ফেব্রুয়ারি ২০২২

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের নিম্নবর্ণের মানুষের কথা তুলে ধরে সংবাদ সংস্থা ‘খবর ল্যাহেরিয়া’ বা সংবাদ তরঙ্গ৷ শুধু নারীদের দ্বারা পরিচালিত এই সংবাদ সংস্থার উপর তৈরি তথ্যচিত্র মঙ্গলবার অস্কার মনোনয়ন পেয়েছে৷

https://p.dw.com/p/46u0I
Indien | Landwirtschaft in Amroha
ভারতের উত্তর প্রদেশে একটি শস্যক্ষেতের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন দুই নারী৷ উত্তর প্রদেশে দলিতসহ নিম্নবর্ণের মানুষদের প্রায়ই সহিংসতার শিকার হতে হয়৷ (ফাইল ছবি)  ছবি: Anushree Fadnavis/REUTERS

২০ বছর আগে প্রতিষ্ঠিত খবর ল্যাহেরিয়ার কাজ নিয়ে তৈরি তথ্যচিত্রের নাম ‘রাইটিং উইথ ফায়ার'৷ ৯৩ মিনিটের তথ্যচিত্রটি ‘বেস্ট ডকুমেন্টারি ফিচার' বিভাগে মনোনয়ন পেয়েছে৷ ২৭ মার্চ অস্কার জয়ীদের নাম জানা যাবে৷

অস্কার মনোনয়ন পাওয়ার সংবাদে খবর ল্যাহেরিয়ার সাংবাদিক মীরা দেবী জানান, ‘‘আমি অনেক খুশি৷ কিন্তু সেটা ভালো করে প্রকাশ করতে পারব না৷’’

তথ্যচিত্রে তাকে খবরের সন্ধানে সাইকেলে করে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতে দেখা গেছে, স্মার্টফোনে গ্রামবাসীদের কথা রেকর্ড করতে দেখা গেছে৷

উত্তর প্রদেশে দলিতসহ নিম্নবর্ণের মানুষদের প্রায়ই সহিংসতার শিকার হতে হয়৷ ঐ রাজ্যের প্রত্যন্ত এলাকার স্থানীয় নানা বিষয় ও নারীদের কথা তুলে ধরে খবর ল্যাহেরিয়া৷

এই সংবাদ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা কবিতা দেবী বলেন, ‘‘২০ বছরের বেশি সময় ধরে প্রত্যন্ত এলাকা নিয়ে কাজ করার স্বীকৃতি এবং বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের ভালোবাসা পেয়ে আমরা গর্বিত৷’’

একটি কৃষিখামার থেকে খবর ল্যাহেরিয়ার কর্মকাণ্ড পরিচালিত হয়৷ সংবাদ সংস্থাটি স্থানীয় নারীদের ফোন ব্যবহার করে সাক্ষাৎকার নেয়ার উপর প্রশিক্ষণ দিয়ে থাকে৷

রিন্টু থমাস ও সুস্মিত ঘোষ পরিচালিত তথ্যচিত্রটি অস্কার মনোনয়ন পাওয়ায় অনেক বলিউড তারকাও অভিনন্দন জানিয়েছেন৷

জেডএইচ/আরআর (রয়টার্স)