অলিম্পিকে ইংল্যান্ডের ক্যাপ্টেন হতে চান বেকহ্যাম
২০ জানুয়ারি ২০১২‘লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি' ক্লাবের হয়ে খেলে বড়ই সন্তুষ্ট ডেভিড বেকহ্যাম৷ সম্প্রতি ক্লাবের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে৷ পারিশ্রমিক ১ কোটি ২০ লক্ষ ইউরো৷ সেই চুক্তি অনুযায়ী অলিম্পিকে খেলার জন্য তিনি ক্লাব থেকে ছুটি নিতে পারেন৷ এটা অবশ্যই একটা বড় প্রাপ্তি৷ তবে ক্যালিফোর্নিয়ায় থেকে যাবার সিদ্ধান্তের পেছনে পারিবারিক কারণও রয়েছে৷ স্ত্রী ভিক্টোরিয়া অ্যামেরিকায় থাকতেই পছন্দ করছেন৷ বেকহ্যাম নিজেই জানিয়েছেন, যে প্যারিসের ‘স্যাঁ জ্যারম্যাঁ' সহ কয়েকটি ক্লাব নাকি তাঁকে চুক্তিবদ্ধ করার চেষ্টা চালিয়েছিলো৷
ক্লাব ফুটবলের পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলেও সক্রিয় থাকতে চান ৩৬ বছর বয়স্ক বেকহ্যাম৷ তিনি এবিষয়ে ইংল্যান্ডের কোচ স্টুয়ার্ট পিয়ার্স'এর সঙ্গে কথাও বলেছেন৷ এক সংবাদ সম্মেলনে বেকহ্যাম বলেন, তিনি আগেও দেশের নেতৃত্ব দিয়েছেন৷ তবে অলিম্পিকে খেলার অভিজ্ঞতা এখনো বাকি রয়েছে৷ তার উপর এবার অলিম্পিকের আসর বসছে লন্ডন শহরের ইস্ট এন্ড এলাকায়৷ সেখানেই বেকহ্যাম বড় হয়েছেন৷ ফলে এবারের অলিম্পিকে খেলার এবং সেখানে শীর্ষ ভূমিকা পালন করার সাধ আরও বেশি৷ অতএব শরীর-স্বাস্থ্য ঠিক থাকলে সেই সুযোগের আশা করছেন তিনি৷ উল্লেখ্য, লন্ডনে অলিম্পিক আনার অভিযানেও বেকহ্যাম যথেষ্ট বড় ভূমিকা পালন করেছেন৷
ফুটবলের জগতে ৩৬ বছর বয়স কম নয়৷ কিন্তু বেকহ্যাম এখনো বিদায়ের কথা ভাবছেন না৷ উল্টে আরও সাফল্যের লক্ষ্যমাত্রা স্থির করছেন৷ অর্থাৎ ক্যালিফোর্নিয়ায় গ্যালাক্সি'র হয়ে খেলতে খেলতে বেকহ্যাম একদিন অবসর নেবেন, এমনটা যারা ভেবেছিলেন তাদের আবার বিস্মিত করলেন এই তারকা৷ শুধু ইউরোপে খেলার সময়ই ম্যানচেস্টার ইউনাইটেড'এর হয়ে ছয় বার, রেয়াল মাদ্রিদের হয়ে এক বার শীর্ষ স্থানে পৌছানোর স্বাদ পেয়েছিলেন তিনি৷ কিন্তু তাতে সাধ মেটেনি৷ ঝুলিতে আরও শিরোপার স্বপ্ন দেখছেন ডেভিড বেকহ্যাম৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক