1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থমন্ত্রীর ‘হলমার্ক’ বক্তব্যের প্রতিক্রিয়া

জাহিদুল হক২৮ মার্চ ২০১৩

হলমার্ক কেলেঙ্কারি নিয়ে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের করা বক্তব্যের প্রতিক্রিয়া দেখা গেছে ব্লগগুলোতে৷ টাকা উদ্ধার করতে অর্থমন্ত্রী হলমার্ককে আরও ঋণ দেয়ার কথা বলেছেন৷

https://p.dw.com/p/186Kf
ছবি: DW

তাঁর মতে, হলমার্ক যে টাকা নিয়েছে তা উদ্ধারের জন্য তাদের কারখানাগুলো চালু করা দরকার৷ আর এজন্য তাদের আরও ঋণ প্রয়োজন৷

সামহোয়্যার ইন ব্লগ-এ জাহিদুর রহমান মাসুদ অর্থমন্ত্রীর এই বক্তব্যকে ‘হলমার্কের দিকে সরকারের সমঝোতার হাত বাড়ানো' বলে মন্তব্য করেছেন৷

এই ব্লগার বলেন, এর আগে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, হলমার্ক কেলেঙ্কারির অর্থ কোনোভাবেই আদায় হওয়ার সম্ভাবনা নেই৷ ‘‘সেখানে অর্থমন্ত্রী কোন সূত্রের প্রেক্ষিতে এতটা নিশ্চিত হলেন, নতুন করে ঋণ দিলে হলমার্ক জনগণের অর্থ ফিরত দিতে সক্ষম হবে?'' এই প্রশ্ন করেছেন ব্লগার মাসুদ৷

তিনি লিখেছেন, ‘‘...এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার নৈতিকতার সর্বশেষ টুকরোটুকুও বঙ্গোপসাগরে বিসর্জন দিয়েছে৷ সরকারের আর বড় গলায় দুর্নীতি বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিচ্ছু বলার অধিকার নেই৷ সরকার এটা কার্যত স্বীকার করে নিয়েছে দুর্নীতিবাজদের শাস্তি দেয়ার যোগ্যতা তাদের নেই৷''

‘‘সরকার মূলত এর মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যতের দুষ্টচক্রের কাছে এই বার্তাটি পাঠালো যে, তারা যতই লুটপাট করুক না কেন এতে ভয়ের কিছু নেই৷ দেশের সম্পট লুট করে পুরো জাতির সামনে দিগম্বর হলেও ভাবনার কিছু নেই৷ একটা সময়ে সরকার নিজেই তাদেরকে রক্ষা করবে, নতুন করে লুটপাটের ব্যবস্থা করে দিবে৷''

এদিকে, আমার ব্লগ-এ ‘ভিন্নমত' প্রশ্ন করেছেন, দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি করে হাজার হাজার কোটি টাকা লোপাটকারীকে জামাই আদর শুরু হলো কেন? তাঁর আরও প্রশ্ন, ‘‘কাকে বাঁচাতে আবারো হলমার্ককে টাকা দেয়ার ব্যবস্থা হচ্ছে?''

উল্লেখ্য, হলমার্ক গ্রুপ প্রতারণার আশ্রয় নিয়ে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ৷ এই ঘটনায় সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও হলমার্কের এমডি, চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য