অমর একুশে গ্রন্থমেলা ২০১৮
চলছে বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে গ্রন্থমেলা’৷ ভাষা শহিদদের স্মরণে তিন দশকের বেশি সময় ধরে চলে আসা এ মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বইপ্রেমীরা৷ বিস্তারিত দেখুন ছবিঘরে৷
মেলা প্রাঙ্গণ
ঢাকার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল দুটি জায়গাজুড়ে চলছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা৷ প্রতিদিন হাজার হাজার বইপ্রেমী ভিড় জমাচ্ছেন এ মেলায়৷
৬৬২টি স্টল
এ বছর প্রায় পাঁচ লাখ বর্গফুট এলাকায় ৪৫৫টি প্রকাশনা প্রতিষ্ঠান ৬৬২টি স্টলে তাদের প্রকাশিত বই নিয়ে অমর একুশে গ্রন্থমেলায় হাজির হয়েছে৷
২৫টি প্যাভিলিয়ন
বাংলা একাডেমিসহ ২৪টি বড় প্রকাশনা প্রতিষ্ঠান ১৫ হাজার ৫৩৬ বর্গফুট এলাকায় ২৫টি প্যাভিলিয়নে সাজিয়েছে তাদের বইয়ের সম্ভার৷
বাসন্তী বইমেলা
গ্রন্থমেলার ১৩তম দিনটি ছিল বসন্তের প্রথম দিন৷ এদিন মেলাও সেজেছিল বসন্তের সাজে৷ পরনে বাসন্তি শাড়ি আর মাথায় ফুল গুজে এদিন মেলায় এসেছিলেন হাজার হাজার নারী৷
ভালোবাসার বইমেলা
অমর একুশে গ্রন্থমেলায় ১৪তম দিনটি ছিল ভালোবাসা দিবসে৷ সেজেগুজে এদিন মেলাজুড়ে জুগলদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো৷
লিটল ম্যাগ চত্বর
প্রতি বছরের মতো এ বছরও বাংলা একাডেমি লাগোয়া দক্ষিণ পাশটা লিটল ম্যাগ চত্ত্বরকে দেয়া হয়েছে৷ সেখানে ১৩৬টি লিটল ম্যাগাজিনের স্টল রয়েছে৷
মূল্য ছাড়
বাংলা একাডেমিসহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি করছে৷
শিশু চত্বর
অমর একুশে গ্রন্থমেলার শিশুচত্বর সোহরাওয়ার্দী উদ্যান অংশে৷ এই জায়গাটিতে শিশু-কিশোরদের বিনোদন ও শিক্ষামূলক অঙ্গসজ্জায় সজ্জিত করা হয়েছে৷
শিশু প্রহর
অমর একুশে গ্রন্থমেলায় শুক্র ও শনিবার বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত শিশুপ্রহর হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এ সময়ে শিশুরা অভিভাবকসহ বই মেলায় ঘুরে ঘুরে বই কেনে৷
সময়সূচী
ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে গ্রন্থমেলা৷ ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ৷ মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত৷
নিরাপত্তা
গ্রন্থমেলার দুটি প্রাঙ্গণের প্রবেশ পথে প্রত্যেক দর্শনার্থীকে নিরাপত্তা তল্লাশি করে পুলিশ৷ এছাড়া মেলা প্রাঙ্গণে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের টহল থাকে৷
বিশেষ ব্যবস্থা
শারীরিক প্রতিবন্ধি ও প্রবীণদের চলাচলের সুবিধার জন্য অমর একুশে গ্রন্থমেলায় রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা৷ টিএসসির পাশের সড়কে স্বেচ্ছাসেবকসহ এ হুইল চেয়ারের ব্যবস্থা আছে৷
এখনো হুমায়ূন আহমেদ
ছয় বছর আগে প্রয়াত হয়েছে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ৷ কিন্তু মেলায় তাঁর বইয়ের চাহিদা কমেনি একটুও৷ অনেক স্টলেই পাঠকরা ভিড় করছেন তাঁর বই কিনতে৷
সরাসরি বইমেলা
প্রতিদিন বিকেলে কয়েকটি টেলিভিশন চ্যানেল মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করে৷ বিভিন্ন কবি-লেখকের সাক্ষাৎকারসহ মেলায় আসা নতুন বইয়ের খবরও তুলে ধরা হয় এসব অনুষ্ঠানে৷
ছুটির দিনে ভিড়
অন্যান্য দিনের চেয়ে ছুটির দিনগুলিতে গ্রন্থমেলায় ভিড় অনেক বেশি থাকে৷ শুক্র, শনিবারে মেলায় মানুষের উপচেপড়া ভিড় থাকে৷
মেলায় ডয়চে ভেলে
এবারের গ্রন্থমেলায় ডয়েচে ভেলেরও একটি স্টল রয়েছে৷ বাংলা একাডেমির পুকুরের উত্তর পাশে স্টল নম্বর ৫১৷
প্রচ্ছদ বোর্ড
বাংলা একাডেমির প্রধান ফটকের পাশেই একটি বোর্ডে প্রতিদিন মেলায় আসা নতুন বইয়ের প্রচ্ছদ লাগিয়ে দেয়া হয়৷
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গ্রন্থমেলা চলাকালীন প্রতিদিন বাংলা একাডেমি প্রাঙ্গণে সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ও সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় নাটক মঞ্চস্থ হয়৷