অভিষেকের সংস্থার আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করবে ইডি
৩ জানুয়ারি ২০২৪মঙ্গলবার কলকাতা হাইকোর্টকে এই তথ্য দিয়েছে ইডি। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবিষয়ে সংক্রান্ত মামলা ছিল মঙ্গলবার। সেখানেই ইডি এই তথ্য দিয়েছে।
ইডি জানিয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডসের ওই আটটি সম্পত্তি সরাসরি শিক্ষা দুর্নীতি মামলার সঙ্গে জড়িত। উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বটে। আবার এই সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। বেশ কিছুদিন আগেই ইডি তাকে গ্রেপ্তার করেছে। সুজয়কৃষ্ণের কাছ থেকে ইডি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছে বলে আগেই আদালতকে তাদের আইনজীবী জানিয়েছিলেন।
মঙ্গলবার ইডি আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলেছে। এই আটটি সম্পত্তির আনুমানিক মূল্য সাত কোটি টাকা বলে ইডি সূত্র জানিয়েছে। বস্তুত, আগেই লিপস অ্যান্ড বাউন্ডস এবং অভিষেকের সমস্ত সম্পত্তির তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তারই ভিত্তিতে এদিন আদালতকে এই তথ্য দিয়েছে ইডি।
ইডি সূত্র জানিয়েছে, গত ১৪ ডিসেম্বর মুখবন্ধ খামে আদালতের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্তারিত তথ্য তুলে দেওয়া হয়েছে। কারণ বিচারপতি সিনহা সেই সমস্ত তথ্য চেয়েছিলেন। বস্তুত, অভিষেকের কাছেও তার আয়ের উৎস সংক্রান্ত বেশ কিছু তথ্য চেয়ে পাঠিয়েছিল ইডি। অভিষেক তা ইডি-র কাছে জমা দিয়েছেন বলে ইডি সূত্র জানিয়েছে।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেকের সংস্থার সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার সরাসরি সংযোগ খুঁজে পেয়েছে ইডি? তারই জেরে সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু হলো? তাহলে কি এবার অভিষেকের গায়েও হাত লাগতে পারে?
নামপ্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতা ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''লোকসভা ভোটের আগে বিজেপি এজেন্সিগুলিকে আরো বেশি সক্রিয় করবে। এটাই তাদের সংকীর্ণ রাজনীতি। কিন্তু আমরা তাতে দমে যাচ্ছি না।'' বস্তুত, মঙ্গলবারের বিষয়টি নিয়ে তৃণমূল আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এসজি/জিএইচ (পিটিআই)