1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিই সবচেয়ে প্রিয়

বেন নাইট/এসিবি১০ জানুয়ারি ২০১৬

অভিবাসী সংকটে ‘উদার নীতি' অবলম্বন করে নিজের দেশে বেকায়দায় পড়েছেন আঙ্গেলা ম্যার্কেল৷ ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শরণার্থী নিয়েছে জার্মানি৷ তবে ম্যার্কেল সরকার কোণঠাসা৷ তারপরেও শরণার্থীদের সেরা আকর্ষণ জার্মানি৷

https://p.dw.com/p/1HZyI
Türkei Migranten Wanderung Autobahn Richtung Edirne
ছবি: Reuters/O. Orsal

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ সেই প্রতিবেদন বলছে, জার্মানি অভিমুখে অভিবাসন প্রত্যাশীদের স্রোত গত বছর, অর্থাৎ ২০১৫ সালেই সবচেয়ে ব্যাপক ছিল৷ সদ্য শেষ হওয়া বছরটিতে রেকর্ড সংখ্যক শরণার্থী এসেছে৷ আগতদের মধ্যে নির্দিষ্ট নিয়ম মেনে অভিবাসী হতে চেয়ে আবেদন করেছেন ৪ লক্ষ ৭৬ হাজার ৬৪৯ জন৷ ২০১৪ সালে ২ লক্ষ ৭৩ হাজার ৮১৫টি আবেদন জমা পড়েছিল৷ তবে ২০১৫ সালে জার্মানিতে মোট অভিবাসন প্রত্যাশী এসেছে ৪ লক্ষ ৭৬ হাজার ৬৪৯-এর চেয়ে অনেক বেশি৷ ধারণা করা হচ্ছে, সিরিয়া ও ইরাক সংকটের কারণে সে বছর ১১ লাখ মানুষ জার্মানিতে এসেছিল৷ সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী এসেছে সিরিয়া থেকে৷ ১১ লাখের মধ্যে ৩৭ শতাংশই সিরীয়৷

তবে ২০১৪ সালে সবেচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী এসেছিল জার্মানিতে৷ হিসেব বলছে, সে বছর মোট ১৪ লাখ ৬০ হাজার অভিবাসন প্রত্যাশী এসেছিল৷ ১৯৯২ সালের পর থেকে সেটাই ছিল এক বছরে শরণার্থী আগমনের সর্বোচ্চ রেকর্ড৷

আরেকটি বিষয় বেরিয়ে এসেছে, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবেদন থেকে৷ ২০১৫ সালে শরণার্থীদের স্রোত শুরুর পর জার্মানিতে বেকারত্বও কমেছে৷ প্রায় ১ লক্ষ ৪০ হাজার বেকার কমেছে ১ বছরে৷ অর্থাৎ রাজনৈতিক কারণে জনসংখ্যা বাড়ার ফলে কর্মজীবীর সংখ্যা বেড়েছে জার্মানিতে!

এভাবে জনসংখ্যা বাড়লেও অবশ্য অদূর ভবিষ্যতে দ্রুত জনসংখ্যা কমার আশঙ্কা কমেনি৷ এতকিছুর পরও নাকি ২০৬০ সালে জার্মানির জনসংখ্যা কমে ৭৩ লক্ষ ১০ হাজার হয়ে যেতে পারে! জার্মানির বর্তমান জনসংখ্যা ৮২ লক্ষ৷

বন্ধু, আপনিও কি সুযোগ পেলে জার্মানিতে আসতে চান? উত্তরটি ‘হ্যাঁ’ হলে জানান আপনার নিজস্ব কারণ, নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান