অভিনয় থেকে রাজনীতিতে পর্দা কাঁপানো তারকারা
অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এমন অনেক তারকাই জীবনের দ্বিতীয় অধ্যায়ে এসে জাঁকিয়ে বসেছেন রাজনীতির মাঠেও৷ অনেকে হয়ত এঁদের রাজনৈতিক পরিচয়ের বাইরে অন্য কোনো পরিচয়ের কথা জানতেনই না৷
ভলোদিমিয়ের জিয়েলইয়েনস্কি
ইউক্রেনের জনপ্রিয় টিভিশো ‘সার্ভেন্ট অব দ্য পিপল’-এর কেন্দ্রীয় চরিত্র ভাসিলি হলোবরোদকো ইতিহাসের একজন শিক্ষক৷ তাঁর দুর্নীতিবিরোধী বক্তৃতা একসময় বেশ ভাইরাল হয়ে ওঠে, যার পথ ধরে শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট বনে যান৷ কৌতুকধর্মী এ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন ভলোদিমিয়ের জিয়েলইয়েনস্কি৷ সার্ভেন্ট অব দ্য পিপল নামে তিনি একটি রাজনৈতিক দলই গঠন করে ফেলেন৷
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে রিয়েল এস্টেট এজেন্ট এবং টিভি তারকা ছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ এনবিসি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘অ্যাপ্রেন্টিস’-এর উপস্থাপক ও প্রোডিউসার ছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ ব্যবসা করার দক্ষতা নিয়ে প্রতিযোগিতা হতো এই শো-তে৷ ২০০৪ সালে শুরু হওয়া এই শো ১৫ সিজন ধরে দর্শদের মধ্যে ছিল তুমুল জনপ্রিয়৷
আরনল্ড শোয়ারৎসেনেগার
ট্রাম্পের পর টিভি অনুষ্ঠান ‘অ্যাপ্রেনটিস’-এর দায়িত্ব নেন আরেক তারকা আরনল্ড শোয়ারৎসেনেগার৷ অস্ট্রিয়ার বডিবিল্ডার থেকে হলিউডে দ্য টার্মিনেটরস, কোনান দ্য বার্বেরিয়ান-এর মতো অ্যাকশন মুভির নায়ক হন তিনি৷ এরপর অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেন শোয়ারৎসেনেগার৷ রিপাবলিকান পার্টি থেকে ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন তিনি৷
ক্লিন্ট ইস্টউড
মার্কিন অভিনেতা, নির্মাতা, মিউজিশিয়ান হিসেবে সফল ইস্টউড নাম কামিয়েছেন রাজনীতির ময়দানেও৷ ‘রহাইড’ নামের ওয়েস্টার্ন ঘরানার টিভি সিরিজে অভিনয়ের পর তাঁর নাম ছড়িয়ে পড়ে৷ পরবর্তীতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন আনফরগিভেন ও মিলিয়ন ডলার বেবি সিনেমায় অভিনয়ের জন্যও৷ ১৯৮৬ সালে ক্যালিফোর্নিয়া রাজ্যের কারমেল শহরের মেয়র নির্বাচিত হন ইস্টউড৷
জিমি মোরালেস
জিয়েলইয়েনস্কির মতোই একসময় কৌতুক অভিনেতা ছিলেন জিমি মোরালেস৷ ‘মোরালিয়েস’ (নৈতিকতা) নামের এক কমেডি টিভি শো-তে ভাই স্যামি মোরালেসের সঙ্গে অভিনয় করেন জিমি৷ ২০১১ সালে ছোট্ট শহর মিক্সকো থেকে মেয়র পদে লড়ে তৃতীয় হলেও ২০১৫ সালে জিতে যান প্রেসিডেন্ট নির্বাচনে৷
রোনাল্ড রিগ্যান
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রেগান যে একসময় হলিউড অভিনেতা ছিলেন তা হয়ত অনেকেই জানেন না৷ পড়াশোনা শেষ করে স্থানীয় কিছু রেডিও স্টেশনে খেলার দারাবাষ্যকার হিসেবে কাজ করতেন তিনি৷ এরপর ১৯৩৭ সালে ক্যালিফোর্নিয়ায় এসে অভিনয় শুরু করেন৷ দু’বার স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন তিনি৷
জয়ারাম জয়ললিতা
১৯৬১ থেকে ১৯৮০ সালের মধ্যে ১৪০টি চলচ্চিত্রেনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন ভারতের তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতা৷ তামিল চলচ্চিত্রের রানি বলা হয় তাঁকে৷ নিজের অনিচ্ছায় সংসারের হাল ধরতে সিনেমায় নাম লিখিয়েছিলেন তিনি৷ পরবর্তীতে সহঅভিনেতা তামিল তারকা এমজি রামাচন্দ্রনের প্রতিষ্ঠা করা দল এআইএডিএমকে দলে যোগ দেন৷ ১৯৯১ সালে নির্বাচিত হন প্রদেশটির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে৷
এন টি রামা রাও
তিন মেয়াদে মোট সাত বছর ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন রামা রাও৷ তবে এর আগে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি৷ ভারতীয় চলচ্চিত্রের সেরা অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয় রামা রাওকে৷ চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৬৮ সালে তাঁকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেয় ভারত সরকার৷ অভিনয় শেষে ১৯৮২ সালে গঠন করেন তেলেগু দেশম পার্টি৷ পরের বছরই নির্বাচিত হন মুখ্যমন্ত্রী৷