অভিজিৎ হত্যামামলার রায়ে সন্তুষ্ট নন বন্যা
১৭ ফেব্রুয়ারি ২০২১বিজ্ঞান লেখক, ব্লগার অভিজিৎ হত্যামামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ও যুক্তরাষ্ট্র প্রবাসী স্ত্রী বন্যা আহমেদের মনে শান্তি দিতে পারছে না বলে জানিয়েছেন তিনি৷ এ নিয়ে কিছু প্রশ্নও তুলেছেন তিনি৷
মঙ্গলবার অভিজিৎ রায়ের হত্যামামলায় জঙ্গি নেতা জিয়াউল হক জিয়াসহ আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড এবং উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত৷ পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ ছিলেন যুক্তরাষ্ট্রে বাসিন্দা, বিজ্ঞান বিষয়ক লেখালেখি ছাড়াও তিনি মুক্তমনা ব্লগ সাইট চালাতেন৷ জঙ্গিদের হুমকির মুখেও তিনি স্ত্রী বন্যাকে নিয়ে ২০১৫ সালে একুশে বইমেলায় অংশ নিতে দেশে যান৷ ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পর হামলায় নিহত হন অভিজিৎ, বন্যা হারান একটি আঙুল৷
মঙ্গলবার রায়ের পর রাফিদা আহমেদ বন্যা গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া না জানালেও ফেসবুকে এক পোস্টে তিনি কিছু প্রশ্ন করেছেন৷ তিনি লিখেছেন, "আজ আদালত রায় দিয়েছে৷ তারা বিচার করেছে, অভিজিৎ তার বিজ্ঞান নিয়ে ব্লগ, দর্শন কিংবা ধর্মের জন্য হত্যা করা হয়েছে, কী হয়নি৷ তবে এটা আমার কিংবা আমাদের পরিবারের জন্য শেষ কথা নয়, আর তা আমি মোটেই ভাবিনি৷”
মামলার তদন্তকারীদের কেউ গত ছয় বছরে তার সঙ্গে যোগাযোগ না করার কথা জানিয়ে লিখেছেন তিনি , "অথচ আমিই এই হামলার প্রত্যক্ষদর্শী এবং এতে ক্ষতিগ্রস্ত৷” হামলার আরো দুই আসামি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া এবং আকরাম হোসেনের এখনও গ্রেপ্তার না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বন্যা৷ হামলার পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মুকুল রানা ওরফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়া নিয়ে বন্যার প্রশ্ন "কেন শরীফকে হত্যা করা হল?”
অভিজিতের বইয়ের প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যামামলার এক আসামির স্বীকারোক্তিতে ব্লগারসহ মুক্ত চিন্তার মানুষদের হত্যার জন্য টাকা ছড়ানোর কথাটি উল্লেখ করে বন্যা ফেসবুকে লিখেছেন, "আমি জানতে চাই, কারা এই টাকা বিলিয়েছে, সেটা কি তদন্তে এসেছে?”
হামলার দিন অভিজিৎ বইমেলায় এক বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন৷ বন্যা জানতে চান, সেই বৈঠকের আয়োজকদের তদন্তের আওতায় আনা হয়েছিল কি না, আনা হলে কী জানা গেছে, ইত্যাদি৷
বন্যা সরকারের বিরুদ্ধে উগ্রবাদীদের প্রতি নমনীয় হওয়ার অভিযোগ তুলে লিখেছেন, নির্দেশ পালনকারী কয়েকজন খুনির বিচার করে আর উগ্রবাদের প্রসারকে উপেক্ষা করে শুধু অভিজিৎ হত্যাই নয়, এই ধরনের অন্য সব হত্যার ন্যায়বিচার নিশ্চিত হয় না৷
স্বামী অভিজিৎ হত্যামামলায় রায়ের প্রতিক্রিয়ায় বন্যার মন্তব্য "এই কারণে এই রায় আমার কিংবা আমার পরিবারের মনে শান্তি আনতে পারেনি৷''
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)