অবশেষে মনমোহন সিং মন্ত্রিসভায় রদবদল
১২ জুলাই ২০১১দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতায় জেরবার কংগ্রেস জোট সরকার'কে একটা বড় ঝাঁকুনি দিতে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাঁর মন্ত্রিসভায় বড় মাপের রদবদল ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ফেরাতে চাইবেন এমনটাই প্রত্যাশিত ছিল৷ কিন্তু আজকের রদবদলে তা কতটা পূরণ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তরে হাত দেয়া হয়নি৷ বাদ দেয়া হয়েছে ৭ জন মন্ত্রীকে এসেছেন ৮ জন নতুন মুখ৷ দপ্তর বদল হয়েছে ৫ জনের৷ পূর্ণমন্ত্রীতে উন্নিত হয়েছেন চারজন৷ পরিবেশ প্রতিমন্ত্রী জয়রাম রমেশকে পূর্ণমন্ত্রী করে সরানো হয়েছে গ্রামোন্নয়ন দপ্তরে৷ তাঁর জায়গায় এসেছেন কংগ্রেসের জয়ন্তী নটরাজন৷ জয়রাম রমেশকে সরানোর কারণ হিসেবে বলা হচ্ছে পরিবেশ আইনের কড়াকড়িতে দেশবিদেশের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আটকেছিল৷ তাঁকে সরানোর পেছনে এই লবির চাপ ছিল৷
রেল মন্ত্রক ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস৷ স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিনেশ ত্রিবেদি হয়েছেন রেলের পূর্ণমন্ত্রী৷ তাঁর নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ২০২০ পর্যন্ত যে ভিশন ডকুমেন্ট মমতা বন্দোপাধ্যায় তৈরি করে দিয়েছেন সেটাই তাঁর কাছে বাইবেল৷ তাতে রেল নিরাপত্তাকে দেয়া হয়েছে বেশি গুরুত্ব৷
কর্পোরেট দপ্তরের প্রতিমন্ত্রী সলমন খুরশিদকে পূর্ণমন্ত্রী করে দায়িত্ব দেয়া হয়েছে আইন ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের৷ তিনি বলেন, নিঃসন্দেহে এটা কঠিন কাজ৷ সরকারের আরো তিন বছর বাকি তারমধ্যেই কাজ করে দেখাতে হবে যাতে আগামীতে কংগ্রেসের ভিত আরো মজবুত হয়৷ মনে করা হচ্ছে,আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের দিকে তাকিয়ে খুরশিদকে বিশেষ গুরুত্ব দেয়া হয়৷ অন্য কারণও আছে৷ সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলায় সরকারকে যেভাবে নাস্তানাবুদ হতে হয়েছে তার জন্য আগের আইনমন্ত্রী বীরাপ্পা মইলি দায়ী বলেই তাঁকে সরানো হলো৷ উত্তপ্রদেশ থেকে বেনিমাধব ভার্মাকে ইস্পাত দপ্তরের পূর্ণমন্ত্রী করা হয়েছে৷
শরিক দল ডিএমকের দয়ানিধি মারানের ইস্তফার পর ডিএমকের অন্য কাউকে মন্ত্রী করা হয়নি৷ সম্ভবত পরে করা হবে৷
মন্ত্রিসভায় নতুন মুখের মধ্যে আছেন, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দোপাধ্যায়৷ ইনি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী৷ অন্যরা হলেন চরণদাস মহান্ত - কৃষি ও খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প, মিলিন্দ দেওরা যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, রাজিব শুক্লা সংসদ বিষয়ক, জীতেন্দ্র সিং স্বরাষ্ট্র৷ এরা সবাই প্রতিমন্ত্রী৷
বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মতে এই রদবদল সুচিন্তিত নয়৷ আসল পদগুলিতে একই ব্যক্তি বহাল৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক