1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে ভারতীয় টেস্ট দলে অভিষেক সরফরাজ খানের

১৫ ফেব্রুয়ারি ২০২৪

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় দলে অভিষেক হলো সরফরাজ খানের। দীর্ঘ অপেক্ষার অবসান হলো।

https://p.dw.com/p/4cPm8
বাবা, মা-র সঙ্গে সরফরাজ খান
ভারতের টেস্ট দলে সুযোগ পাওয়ার পর সরফরাজ জড়িয়ে ধরছেন বাবাকে, পাশে মাছবি: Punit Paranjpe/AFP/Getty Images

রাজকোটে তৃতীয় টেস্টের আগে অনিল কুম্বলের হাত থেকে টেস্ট ক্যাপ নিলেন সরফরাজ খান। ভারতীয় দলে খেলার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।

ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন সরফরাজ। আইপিএলে খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ১৭ বছর বয়স থেকে তিনি আইপিএল খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল ক্রিকেটারও তিনি।

১৯ বছরের কম বয়সিদের বিশ্বকাপে তিনি দুইবার ভারতের প্রতিনিধিত্ব করেছেন। সেখানে তার রানের গড় ছিল ৭০-এরও বেশি।  হ্যারিস শিল্ডে তিনি শচিন টেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়ে ৪২১ বলে ৪৩৯ রান করেছিলেন।

সরফরাজ খান ও যশস্বী জয়সওয়াল
যশস্বী জয়সওয়ালের সঙ্গে সরফরাজ খান। টেস্ট দলে ঢোকার পর সরফরাজের মুখে চওড়া হাসি৷ ছবি: Getty Images

রঞ্জি ট্রফিতে তিনি মুম্বইয়ের হয়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন। শতরান করেছেন, দুইশ রান করেছেন। তিনি উইকেটরক্ষকের কাজও চালিয়ে নিতে পারেন।

সমানে ভালো পারফরমেন্স করার পরেও তিনি ভারতীয় দলে সুয়োগ না পেয়ে একবার ক্ষোভও প্রকাশ করেছিলেন। তবে পরে নিজেকে সংযত করে নেন। শেষ পর্যন্ত ভারতীয় টেস্ট দলে তার অভিষেক ঘটলো। এই টেস্টে বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রয়েস আইয়াররা টিমে নেই। তাই সরফরাজ টেস্ট দলে খেলার সুযোগ পেয়েছেন।

রাজকোটে টেস্টে সুযোগ পাওয়ার পর বাবা, মার সঙ্গে সরফরাজ খান
মাকে জড়িয়ে ধরেছেন সরফরাজ। পাশে বাবা ও টিমমেটরা। ছবি: Punit Paranjpe/AFP/Getty Images

রাজকোটের মাঠে সরফরাজের অভিযেক দেখতে তার বাবা-মাও ছিলেন। সরফরাজ বাবা ও মাকে জড়েয়ে ধরেন। বাবা নৌসাদ তার টেস্ট ক্যাপে চুমুও খান। তিনি নিজেকে সামলাতে পারেননি। আনন্দে কেঁদে ফেলেন।

জিএইচ/এসজি (পিটিআই)