পদক্ষেপ নিতে বাধ্য কাতার
২০ নভেম্বর ২০১৩রবিবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাতারে বিদেশি শ্রমিকদের ‘শোষণ' সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে৷ অতঃপর কাতার বিশ্বকাপের উদ্যোক্তারা একটি শ্রমিক কল্যাণ পরিষদ গঠনের পরিকল্পনা সম্পর্কে অ্যামনেস্টিকে অবহিত করেছেন, বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে৷ এছাড়া আগামী মাসেই শ্রমিকদের কল্যাণের ন্যূনতম মান সম্পর্কে দৃশ্যত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে৷
কাতার ২০২২ সংগঠক পরিষদ জানায়, শ্রমিকদের কল্যাণের মান কাতারি আইন ও প্রচলিত আন্তর্জাতিক ধারা অনুযায়ী নির্দিষ্ট করা হবে এবং শ্রমিকদের ‘‘নিয়োগ থেকে স্বদেশে প্রত্যাবর্তন অবধি বিভিন্ন বিষয় সম্পর্কে স্পষ্ট নীতিমালা প্রদান করবে''৷ বিশ্বকাপ সুপ্রিম কমিটির বিবৃতিতে আরো বলা হয়: ‘‘যে সব কোম্পানি কিউ-টোয়েন্টিটু প্রকল্পগুলিতে কাজ করছে, তাদের পক্ষে আইন এবং কিউ-টোয়েন্টিটু'র মান মেনে চলা একটি চুক্তিগত দায়িত্ব হবে এবং একটি তিন পর্যায়ের মনিটরিং পদ্ধতিতে স্বচ্ছ ও বিশদভাবে যাচাই করে দেখা হবে''৷
অ্যামনেস্টি বহিরাগত শ্রমিকদের কাজের পরিবেশ ও ঝুঁকি, এছাড়া নিম্নমানের আবাসন ও বেতন বকেয়া রাখা ইত্যাদি সম্পর্কে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে৷ কাতারি উদ্যোক্তারা এখন বলছেন, শ্রমিকদের কল্যাণের দায়িত্ব কাতারি সরকার থেকে শুরু করে যে সব দেশ থেকে শ্রমিকরা আসছে, সে সব দেশের সরকার, নিয়োগ সংস্থা ও নিয়োগকারী কোম্পানি, সকলেরই উপর ন্যস্ত থাকবে৷
অপরদিকে ফিফা'র বক্তব্য হলো, কাতারে বহিরাগত শ্রমিকদের নিয়ে সমস্যা আগেও ছিল, কিন্তু এখন তা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে কেননা কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে৷ কথাটা আংশিক সত্য: ২০২২ সালের বিশ্বকাপের আগে কাতারে অবকাঠামোর সম্প্রসারণের জন্য প্রায় বাইশ হাজার কোটি ডলার ব্যয় করা হবে, যার মাত্র চারশো কোটি ডলার ব্যয় হবে বিশ্বকাপের সঙ্গে সরাসরিভাবে যুক্ত প্রকল্পগুলির জন্য৷ এবং এই সব প্রকল্পের বাস্তবায়নের জন্য কাতারের মতো একটি ছোট অথচ ধনী দেশ সর্বক্ষেত্রেই বহিরাগত শ্রমিকদের - বিশেষ করে দক্ষিণ এশিয়া থেকে আগত শ্রমিকদের উপর নির্ভরশীল থাকবে৷
এসি / জেডএইচ (এপি)