1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুদানের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের পদত্যাগ

১৩ এপ্রিল ২০১৯

গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার একদিন পরই পদত্যাগ করেছেন সুদানের সামরিক কাউন্সিলের প্রধান আওয়াদ ইবন আউফ৷ লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ বুরহানকে তার উত্তরসূরি ঘোষণা করা হয়েছে৷

https://p.dw.com/p/3Gilt
Sudan Vizepräsident Awad Ibn Auf
ছবি: picture-alliance/Xinhua/M. Khidir

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় আউফ নিজেই পদত্যাগের কথা জানান৷ এ সময় তিনি দেশটির সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ বুরহানকে তাঁর উত্তরসূরি হিসেবে ঘোষণা দেন৷

সামরিক কাউন্সিলের এই প্রধান ক্ষমতাচ্যুতসাবেক শাসক ওমর আল-বশিরের ঘনিষ্ঠ - এমন দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন আন্দেলনকারীরা৷ বিক্ষোভকারীদের দাবি, বশিরের ঘনিষ্ঠ আওয়াদ ইবন আউফ সামরিক কাউন্সিলের প্রধান হিসেবে আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে পারেন৷ ফলে ক্ষমতা গ্রহণের একদিন পরই আন্দোলনকারীদের দাবির মুখে পদত্যাগ করতে হয়েছে তাঁকে৷

এদিকে, গত দু'দিনের বিক্ষোভে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো৷ একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবারের বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ২০ ব্যক্তি নিহত হয়েছেন৷ এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে৷ পুলিশের দাবি, বিক্ষোভকারিরা বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর করছিল৷ 

টানা কয়েক মাসের বিক্ষোভে দেশটিতে ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হলেও  বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা৷ একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভে নেতৃত্বদানকারী সংগঠন সুদানিজ প্রোফেশনাল এসোসিয়েশন৷

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা

নতুন করে ক্ষমতায় আসা লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান আজ রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে৷ তিনি আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসবেন বলেও জানা গেছে৷ মিলিটারি কাউন্সিলের রাজনৈতিক শাখার প্রধান ওমর যায়িন আল-আবেদীন জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে তারা দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে৷ তার আগে, সামরিক কাউন্সিল ঘোষণা দেয় যে, আগামী দুই বছরের মধ্যে তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে৷ দেশটির সেনাবাহিনী দাবি করেছে, তারা ক্ষমতায় থাকতে চাননা আর সুদানের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণ করবে দেশটির জনগণ৷

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় গত ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনের কয়েক মাসের মাথায় ওমর আল-বশিরকে সরে যেতে হয়েছে৷ এ সময়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানা গেছে৷

আরআর/এআই (রয়টার্স, ডিপিএ, এপি, এএফপি)