অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা চলছে
৫ আগস্ট ২০২৪জাতীয় সংসদ ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে৷ পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে বলেও সিদ্ধান্ত হয়েছে৷ বাংলাদেশের গণমাধ্যমগুলো বৈঠকে উপস্থিতদের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে৷
ডেইলি স্টার জানিয়েছে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমাদের সব রাজনৈতিক দলগুলোকে এখানে ডেকে নিয়ে এসেছিল আলোচনা করার জন্য। যারা আন্দোলনের মূল নেতা—ছাত্রনেতা, সমন্বয়ক, তাদের সঙ্গে কথা বলছেন৷’’
‘২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা’
আন্দোলন চলাকালে আটককৃতদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ কেউ যাতে সাম্প্রদায়িক হামলা, লুটপাট না করে সে বিষয়ে মুক্তিকামী ছাত্র- জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা৷ ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘‘আন্দোলনের দ্বিতীয় ধাপের দিকে আমাদের যেতে হবে৷ আমরা অন্তবর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবো৷ সেই জাতীয় সরকারে অভ্যত্থানকারী ছাত্র নাগরিকদের অংশগ্রহণ থাকবে৷ নানা নাগরিক পেশাজীবীদের প্রতিনিধি নিশ্চিত করে সেই সরকারে কারা থাকবে আমরা ঘোষণা করবো৷ সমন্বিত সিদ্ধান্তে জাতীয় সরকারের রূপরেখা তুলে ধরা হবে৷’’
তিনি আরো বলেন, ‘‘যারা এই আন্দোলন চলাকালে শহিদ হয়েছেন তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি৷ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবো৷ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে৷’’
সাম্প্রদায়িক উসকানি ও বিভিন্ন স্থাপনে হামলা সুস্থ মস্তিস্কের কাজ নয়: সলিমুল্লাহ খান
শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান মনে করেন ঢাকাসহ সারাদেশে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা আন্দোলনের মূল মতাদর্শের বিরোধী৷ তিনি বলেন, কোনক্রমেই সাম্প্রদায়িক উস্কানি দেয়া যাবে না৷ মন্দিরে আগুন দেয়া হচ্ছে শোনা যাচ্ছে৷ এটা আন্দোলনের শত্রুদের কাজ৷ তিনি আরো বলেন, ‘‘আমাদের এই আন্দোলন সাম্প্রদায়িক নয় বরং একনায়কতন্ত্রের অবসান৷’’ ডয়চে ভেলের সঙ্গে ফেসবুক লাইভে এই কথা বলেছেন তিনি৷
শেখ হাসিনা কোথায় যাবেন তা নিয়ে জল্পনা
গনআন্দোলনে পদচ্যুত শেখ হাসিনা ভারতের দিল্লির হিন্ডনে অবস্থান করছেন৷
ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে স্থানীয় সময় বিকালে দেখা করে বাংলাদেশ বিষয়ে ব্রিফ করেন৷
এর কিছুক্ষণ পরই শেখ হাসিনা যে বিমানবন্দরে নেমেছেন সেখানে তার সাথে দেখা করতে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা৷ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ভারত থেকে অন্যত্র চলে যেতে পারেন ৷তার ব্যবস্থাপনায় সহায়তা করছে ভারত৷ তবে ভারতে তিনি থাকবেন কিনা এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি৷ একটি সূত্র জানাচ্ছে, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারেন৷
সন্ধ্যা আটটা নাগাদ জানা গেছে, ভারতীয় বিমানবাহিনী এবং কয়েকটি নিরাপত্তা এজেন্সির ঘেরাটপে শেখ হাসিনাকে একটি সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছে৷
ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে বসবেন সেনাপ্রধান: আইএসপিআর
বাংলাদেশে সব ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে শিগগিরই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠকে বসবেন৷ আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়েছে৷
শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে সজীব ওয়াজেদ জয়
বিবিসি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না৷ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘‘কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ায় তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ৷’’
তিনি দাবি করেন শেখ হাসিনা গতকাল থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন৷ পরিবারের চাপে নিজের নিরাপত্তার জন্যই হাসিনা দেশ ছেড়ে যান বলে জানান সজীব ওয়াজেদ জয়৷
কঠোরভাবে প্রতিবাদ দমনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘‘গতকাল ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ কাজেই উছৃঙ্খল জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করে তখন পুলিশ কী করবে বলে আপনি প্রত্যাশা করেন?’’
আমি সমস্ত দায়িত্ব নিয়েছি: সেনাপ্রধান
বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন৷
তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপের ভিত্তিতে অন্তবর্তী সরকার গঠিত হবে৷ রাষ্ট্রপতির কাছে গিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে৷ তিনি বলেন, ‘‘প্রতিটি হত্যার বিচার করা হবে৷ প্রতিটি অন্যায়ের বিচার হবে৷’’
মানুষকে সংঘাতের পথ এড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি৷ বলেন, ‘‘আমি সমস্ত দায়িত্ব নিয়েছি৷ আপনারা আমাকে সাহায্য করুন৷’’
বক্তব্যে তিনি বলেন, ‘‘আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম৷ ওনারা এখানে এসেছেন৷ একটা সুন্দর আলোচনা করেছি৷ সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি ইন্টেরিম গভর্নমেন্ট আমরা ফর্ম করবো৷ এবং ইন্টেরিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে৷ আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব৷ গিয়ে এই ইন্টেরিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে একটা ইন্টেরিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করবো৷’’
তিনি আরো বলেন, ‘‘আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করবো৷ আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন৷ সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন৷ আমি সমস্ত দায়দায়িত্ব নিয়েছি৷ আপনাদের জানমাল এবং আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না৷’’
সব দাবি পূরণ করা হবে জানিয়ে তিনি বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা তারা ফিরিয়ে আনবেন৷ ভাংচুর, মারামারি, সংঘর্ষ, হত্যা থেকে বিরত থাকতেও আহ্বান জানান তিনি৷
তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত আপনারা যদি আমার কথামতো চলেন, একসাথে যদি কাজ করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারবো৷’’
ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ
বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সোমবার বিকেলে বন্ধ করে দেওয়া হয়েছে৷
স্থানীয় সময় বিকেল ৪টা ৫৪ মিনিটে বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে এর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান।
গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতন৷ এরপর কী?
ডয়চে ভেলের ফেসবুক লাইভে এ নিয়ে আলোচনা করেছেন খালেদ মুহিউদ্দীন, আরাফাতুল ইসলাম ও অমৃতা পারভেজ৷