1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অনার কিলিং’-এর বিরুদ্ধে প্রথম হিন্দি ছবি আসছে

১ সেপ্টেম্বর ২০১০

জাতপাত আর পারিবারিক সম্মান রক্ষার জন্য ফি বছর ভারতে প্রায় এক হাজার নারী হত্যার শিকার হয়৷ এর নাম দেয়া হয়েছে ‘অনার কিলিং’৷ বেশিরভাগ ক্ষেত্রেই এই সব হত্যাকান্ডের সঙ্গে জড়িতরা রাজনীতিক ও গ্রামের মোড়ল শ্রেণির মানুষ৷

https://p.dw.com/p/P1lY
বিপাশা বসু অভিনয় করেছেন ‘আক্রোশ’ ছবিতেছবি: UNI

এ অবস্থার তো অবসান হওয়া প্রয়োজন৷ প্রয়োজন মানুষের মধ্যে সচেতনতা৷ আর তাই এ কাজ এগিয়ে এসেছে বলিউড৷ ‘অনার কিলিং'-এর বিরুদ্ধে প্রথম হিন্দি ছবি রুপালি পর্দায় আসছে আগামী ১লা অক্টোবর৷ পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় অজয় দেবগন এবং বিপাশা বসু অভিনীত এই ছবির নাম ‘আক্রোশ'৷ নিজের নতুন এই ছবির বিষয়ে প্রিয়দর্শনের মন্তব্য, ‘‘চলচ্চিত্র সমাজকে বদলাতে পারে না৷ সমাজে সচেতনতা করতে পারে মাত্র৷ আমি সচেতন করতেই এই ছবিটি করেছি৷''

ভারতের পরিবারগুলোর মধ্যে ধর্ম ও বর্ণের বিভেদ থাকার কারণে প্রায় সময়ই ‘অনার কিলিং' বা এ ধরণের হত্যাকান্ড ঘটে থাকে৷ ‘অনার কিলিং-এর ঘটনা সবচেয়ে বেশি ঘটছে হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে৷ আর সারা বিশ্বে এ ধরণের প্রায় পাঁচ হাজার হত্যাকান্ড ঘটছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ