1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর

১ মে ২০১১

৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকারি কল কারখানায় নতুন মজুরি কাঠামো কার্যকর হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী৷ আর শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা৷

https://p.dw.com/p/117Db
বাংলাদেশের একটি পোশাক কারখানাছবি: AP

মে দিবসে শ্রমিকরা তাঁদের দু:খ আর বঞ্চনার কথা জানিয়েছেন৷

মে দিবসেও শ্রমজীবি মানুষের ছুটি নেই৷ কারণ তাঁদের অনেকেরই নির্দিষ্ট কোন কাজ নেই৷ প্রতিদিন সকালে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় কাজের জন্য অপেক্ষা করেন৷ তাই মে দিবস তাঁদের কাছে ভিন্ন কোন অর্থ নিয়ে আসেনা৷ এর উপর দ্রব্যমূলের ঊর্ধ্বগতি তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে৷ তাঁরা জানান, তারপরও ঠিকমত মজুরি পাননা৷ কেউ কেউ নির্যাতনও করে৷

তবুও আজ রাজধানীতে বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রা বের করেছে৷ সেখানে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমজীবী মানুষ৷ শোভাযাত্রায় তাঁরা তাঁদের দাবি দাওয়া তুলে ধরেন৷ বলেন ৮ ঘন্টা কাজ আর সঠিক মজুরির কথা৷ শোভাযাত্রায় অংশ নেওয়া শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৩০শে সেপ্টেম্বরের মধ্যে রাষ্ট্রায়াত্ত কলকারখানায় নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হবে৷

এদিকে ঢাকায় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের এক সমাবেশে শ্রমিক লীগ নেতা রায় রমেশ চন্দ্র শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠনের দাবি জানিয়েছেন৷ আর এ তহবিল গঠন করতে হবে মালিকদের৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া আজ শ্রমিক সমাবেশে বক্তব্য রেখেছেন৷ তাঁরা শ্রমিকদের কল্যাণে আরো উদ্যোগী হওয়ার কথা বলেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য