২৭ বিদেশি এনজিও বন্ধের নির্দেশ দিল পাকিস্তান
২২ ডিসেম্বর ২০১৭দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এনজিওগুলো ‘তাদের আওতার বাইরে কাজ করছিল এবং সেসব কাজের অনুমতি তাদের নেই৷'' তবে তিনি কোনো নির্দিষ্ট উদাহরণ দিতে রাজি হননি৷ চৌধুরী বলেন, এনজিওগুলো ‘সব টাকা' প্রশাসনিক কাজে খরচ করে৷ যেসব কাজ তারা করে বলে জানিয়েছিল, তা না করে এমন কাজ করছিল যার জন্য তাদের অনুমোদন নেই, বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ ‘‘জেনে, না জেনে তারা পাকিস্তানের জাতীয় স্বার্থবিরোধী কাজ করছিল,'' অভিযোগ তাঁর৷
তবে এনজিওগুলোকে দেয়া চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স৷ তালিকায় নাম থাকা এনজিওগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ সংস্থাটি৷ এর মধ্যে যারা উত্তর দিয়েছে তারা সরকারের কারণ না জানানোর বিষয়টি নিশ্চিত করেছে৷ এছাড়া ৬৩টি আন্তর্জাতিক সহায়তা সংস্থার সংগঠন ‘পাকিস্তান হিউম্যানিটেরিয়ান ফোরাম'-এর ১১টি সংস্থা সরকারের নির্দেশ পেয়েছে৷ তবে এতে কারণ উল্লেখ নেই৷ সব সংস্থাই আপিল করার বিষয়টি নিশ্চিত করেছে৷
১৯৯৭ সাল থেকে পাকিস্তানে কাজ করছে প্ল্যান ইন্টারন্যাশনাল৷ প্রায় ১৬ লক্ষ শিশুকে সহায়তা করছে বলে জানিয়েছে তারা৷ মন্ত্রণালয়ের চিঠির ব্যাপারে সংস্থাটি বলেছে, তারা আপিল করবে৷
প্ল্যান ইন্টারন্যাশনাল ছাড়াও চিঠি পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে অ্যাকশন এইড, ওয়ার্ল্ড ভিশন, পাথপাইন্ডার ইন্টারন্যাশনাল, ড্যানিশ রিফিউজি কাউন্সিল, অক্সফাম নোভিব, মেরি স্টোপস ইত্যাদি৷
এর আগে গত জানুয়ারিতে নারী ও মানবাধিকার নিয়ে কাজ করা প্রায় এক ডজন দেশীয় সংস্থাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল পাকিস্তান৷ তবে আদালতের রায়ে সেই নির্দেশ টেকেনি৷
এদিকে, চলতি বছর পাকিস্তানে বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট নিখোঁজ হয়েছেন৷ রয়টার্সের হিসেবে কমপক্ষে ১৪ জনকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ এর মধ্যে আছেন সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট৷
দেশটির হিউম্যান রাইটস কমিশনের তিন সদস্যও নিখোঁজ হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন কমিশনের প্রধান মেহেদি হাসান৷
মানবাধিকার কর্মীরা বলছেন, এনজিওদের দেয়া এই নির্দেশ এবং সুশীল সমাজের অ্যাক্টিভিস্টদের নিখোঁজ হওয়ার মাধ্যমে পাকিস্তান বাক-স্বাধীনতাকে দমন করতে চাইছে৷ হিউম্যান রাইটস ওয়াচের পাকিস্তান শাখার একজন প্রতিনিধি সরূপ ইজাজ রয়টার্সকে বলেন, ‘‘এই দুই পদক্ষেপ পাকিস্তানে স্বাধীনভাবে মতপ্রকাশ ও অ্যাক্টিভিজমের জায়গাকে সংকুচিত করছে৷''
জেডএইচ/ডিজি (রয়টার্স)