1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজজাপান

১৭ বছর পর সুদ হার বাড়ানোর ঘোষণা জাপানের

১৯ মার্চ ২০২৪

অবশেষে ঋণাত্মক সুদ হার থেকে বেরিয়ে এলো জাপান৷ ১৭ বছর পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার সুদ হার বাড়ানোর ঘোষণা দিয়েছে৷

https://p.dw.com/p/4dtNk
টোকিওতে ব্যাংক অব জাপানের প্রধান কার্যালয়
অবশেষে ঋণাত্মক সুদ হার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক অফ জাপানছবি: Stanislav Kogiku/SOPA Images/Sipa USA/picture alliance

এর ফলে প্রায় আট বছর পর ঋণাত্মক সুদ হার থেকে বেরিয়ে এলো জাপান৷ এতদিন কেন্দ্রীয় ব্যাংকে অর্থ রাখার জন্য ব্যাংকগুলোকে ০.১ শতাংশ সুদ (অর্থাৎ সুদ হার ছিল -০.১ শতাংশ) দিতে হত৷ ব্যাংকগুলো যেন অর্থ জমা না রেখে বেশি করে ঋণ দেয়, সেজন্য ২০১৬ সালে ঋণাত্মক সুদ হার নীতি গ্রহণ করেছিল ব্যাংক অফ জাপান, বিওজে৷ তাদের উদ্দেশ্য ছিল, গ্রাহকদের ঋণ দিলে তাদের খরচ করার পরিমাণ বাড়বে, এবং এভাবে অর্থনীতি সচল থাকবে৷

জাপানে এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি নিয়মিত দুই শতাংশের উপরে থাকায় ঋণাত্মক সুদ হার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বিওজে৷ এছাড়া সম্প্রতি দেশটির বড় কোম্পানিগুলো বেতন ৫.২৮ শতাংশ বাড়াতে সম্মত হয়েছে- যা গত ৩০ বছরে বেতন বাড়ানোর সর্বোচ্চ হার৷

মঙ্গলবারের সিদ্ধান্ত অনুযায়ী সুদহার ০ থেকে ০.১ শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিওজে৷

সুদ হার বাড়ার কারণে গ্রাহক ও ব্যবসায়ী পর্যায়ে ঋণ নেওয়া এখন ব্যয়বহুল হবে৷

সুদ হার বাড়ানোর খবরে ডলারের বিপরীতে ইয়েন দুর্বল হয়ে পড়েছে৷ বিওজের সিদ্ধান্ত ঘোষণার আগে এক ডলারের বিনিময়ে ১৪৯.৩০ ইয়েন পাওয়া যাচ্ছিল৷ এখন সেটি প্রায় ১৫০ ছুঁয়েছে৷ এতে রপ্তানিকারকদের সুবিধা হলেও আমদানি খরচ বাড়বে৷ এর প্রভাব পড়বে বাজারে৷

২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ধাক্কা সামলাতে বেশিরভাগ দেশ সুদ হার কমিয়েছিল৷ অনেক দেশে সেটি ঋণাত্মক পর্যায়েও নিয়ে যাওয়া হয়েছিল৷ পরে আবার তা বাড়ানো হয়৷ এবার সবশেষ দেশ হিসেবে জাপান ঋণাত্মক সুদ হার থেকে বেরিয়ে এলো৷

বর্তমানে যুক্তরাষ্ট্রে সুদ হার ৫.৫ শতাংশ, যুক্তরাজ্যে ৫.২৫, জার্মানিতে ৪.৫, ফ্রান্সে ৪.৫, ইটালিতে ৪.৫ ও ক্যানাডায় ৫ শতাংশ৷ এছাড়া চীনে এই হার ৩.৪৫ ও ভারতে ৬.৫ শতাংশ৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)