1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

১৬ ডিসেম্বর ২০১২

জার্মান ফুটবল তারকা স্টেফান কিসলিং এর দুই গোলের বদৌলতে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার চেহারা পাল্টে দিয়েছে বায়ার লেভারকুজেন৷

https://p.dw.com/p/173Ob
ছবি: Getty Images

শনিবার হামবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের কাঁধে নিশ্বাস ফেলছে লেভারকুজেন৷

হামবুর্গের বিরুদ্ধে মাঠে নেমে ২৭ মিনিটে প্রথম গোল করেন কিসলিং৷ নয় মিনিট পরেই দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে তোলেন আন্দ্রে শ্যুর্লে৷ তবে এখানেই শেষ নয়৷ লেভারকুজেনের জয়ের জন্য দুই গোল যথেষ্ট হলেও চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোলদাতার কৃতিত্ব অর্জনের জন্য কিসলিং এর দরকার ছিল আরো একটি গোল৷ তাই বিরতির পর মাঠে নেমে সেই লক্ষ্য নিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন কিসলিং৷ ৬৬ মিনিটে সেই সাফল্যও পেয়ে যান তিনি৷

অন্যদিকে, লেভারকুজেনের এমন মারমুখী খেলার সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেনি হামবুর্গ৷ একটি বলও প্রতিপক্ষের জালে পাঠাতে পারেননি হামবুর্গের তারকারা৷ ফলে শেষ পর্যন্ত ফল দাঁড়ায় ৩-০৷ আর এই জয়ের মধ্য দিয়ে ৩৩ পয়েন্ট নিয়ে এবার শীর্ষে থাকা বাভারিয়ানদের সাথে পাল্লা দিতে এগিয়ে গেছে লেভারকুজেন৷ তাদের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে নয় পয়েন্টের৷

FC Schalke 04 v SC Freiburg - Bundesliga
ফ্রাইবুর্গের কাছে ৩-১ গোলে পরাজয়ের পর প্রধান প্রশিক্ষক হুব শ্টেভেন্সকে বরখাস্ত করেছে শালকেছবি: Christof Koepsel/Bongarts/Getty Images

আর বুন্ডেসলিগায় নতুন মুখ আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট ২-০ গোলে ভোল্ফসবুর্গকে হারিয়ে আবারও তিন নম্বরে এসে হাজির হয়েছে৷ তাদের পয়েন্ট এখন ৩০৷ গতবারের সেরা বোরুসিয়া ডর্টমুন্ড এর বলতে গেলে বেশ কঠিন সময় যাচ্ছে৷ কারণ এক সপ্তাহান্তে এগুচ্ছে, তো পরের সপ্তাহান্তেই আবার পিছিয়ে পড়ছে - এমন অবস্থা বেচারা চ্যাম্পিয়নদের৷ ২৭ পয়েন্ট নিয়ে তারা এখন চারের ঘরে৷ আর ২৬ ও ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ সারিতে রয়েছে যথাক্রমে মাইনৎস ও শালকে৷

এদিকে, ফ্রাইবুর্গের কাছে ৩-১ গোলে পরাজয়ের পর প্রধান প্রশিক্ষক হুব শ্টেভেন্সকে বরখাস্ত করল শালকে৷ ক্লাবটির ওয়েবসাইটে রবিরার সকালে প্রকাশ করা হয়েছে এই তথ্য৷ বুন্ডেসলিগার চলতি মৌসুমের প্রথমার্ধে একটানা ছয়টি খেলায় পরাজয়ের পরই এমন কড়া সিদ্ধান্ত নিল শালকের ব্যবস্থাপনা পরিষদ৷ শ্টেভেন্স এর স্থলে দায়িত্ব পালন করবেন ক্লাবের অনূর্ধ ১৭ দলের প্রশিক্ষক ইয়েন্স কেলার৷

এএইচ / জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য