হাঙ্গেরিয়ান তারকা অ্যাডাম সালাইয়ের হ্যাট্রিক
২৮ অক্টোবর ২০১২ফ্রাইবুর্গের তুষারাচ্ছাদিত মাঠে প্রথমার্ধে ডর্টমুন্ডকে বেশ চেপেই রেখেছিল স্বাগতিকরা৷ কিন্তু তাদের তাক করা বল শেষ পর্যন্ত সবগুলোই গোলপোস্টের আশপাশ দিয়ে চলে গেছে৷ এমনকি ফালো দিয়াগনের হেড করা বলটিও গোলবারের একটু উপর দিয়ে চলে যায়৷ তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খেলার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় ডর্টমুন্ডের তারকারা৷
৫৪ মিনিটে প্রথম গোল করেন নেভেন সুবোটিচ এবং ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন জার্মানির আন্তর্জাতিক ফুটবলার মারিও গ্যোয়েৎসে৷ খেলা শেষ ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘‘আসলে এরকম মাঠের সাথে তাল মেলাতেই আমাদের প্রথমার্ধ কেটে গেছে৷ তবে বিরতির পর আমরা বেশ ভালো খেলেছি এবং জয় আমাদের প্রাপ্য ছিল৷ আসলে এরকম মাঠে যে কোন অঘটনই ঘটতে পারতো৷''
যাহোক, প্রতিপক্ষের মাঠে খেলতে এসে শনিবার প্রথম জয় পেল ডর্টমুন্ড৷ আর এই জয়ের ফলে তাদের ঝুলিতে এখন ১৫ পয়েন্ট৷ তবুও অবস্থান চারের ঘরে৷ কারণ ২৪ পয়েন্টধারী বায়ার্ন মিউনিখের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শালকে৷ আর ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৷ শালকে মূলত ন্যুরেমব্যার্গকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছে৷ ৭৭ মিনিটে জেফারজন ফারফারের গোল এগিয়ে দিয়েছে শালকেকে৷
তবে শনিবার দিনটি ছিল মূলত হাঙ্গেরির আন্তর্জাতিক তারকা অ্যাডাম সালাইয়ের৷ কারণ হফেনহাইমের বিরুদ্ধে খেলতে নেমে একাই তিনটি গোল করেন সালাই৷ ২১, ৪৬ এবং ৬৪ মিনিটে তিন গোল করে মাইন্সকে ৩-০ গোলে জয় উপহার দেন সালাই৷ এই জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ডের ঘাড়ে নিশ্বাস ছাড়ছে মাইন্স৷ অন্যদিকে হফেনহাইমের অবস্থান নিচের দিক থেকে পঞ্চম৷ তাদের পয়েন্ট এখন পর্যন্ত মাত্র ৮৷
এএইচ / আরআই (ডিপিএ, রয়টার্স)