1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া 

৬ এপ্রিল ২০২২

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন তার একজন ব্যক্তিগত চিকিৎসক৷

https://p.dw.com/p/49WUL
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন,  ‘‘মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন৷ সেজন্য বিকাল ৩টায় তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন৷ পরীক্ষার ফলাফল দেখে বোর্ড পরবর্তী সিদ্ধান্ত জানাবে৷’’  তিনি আরও বলেন,  ‘‘ম্যাডাম ভালো আছেন৷ নিয়মিত চেকআপের অংশ হিসেবে এসব টেস্ট করা হচ্ছে৷’’ 

বিএনপি চেয়ারপারসন ৭৬ বছর বয়সি খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন৷ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পলে গতবছর তাকে কয়েক দফা হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়৷ পরে নভেম্বরে তার ‘পরিপাকতন্ত্রে' রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকেরা৷ এভারকেয়ার হাসপাতালে টানা ৮১ দিন চিকিৎসা নেওয়ার পর গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ‘ফিরোজায়' ফেরেন খালেদা জিয়া৷  

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার তদারক করছে এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড৷

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে  দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যেতে হয়৷ পরে পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য