1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ত্রীর হাত কেটে স্বামী গ্রেপ্তার

৮ জুন ২০২২

স্ত্রী রেণু খাতুনের হাত কাটার অভিযোগে পলাতক স্বামী সরিফুল শেখকে গ্রেপ্তার করলো পুলিশ। বর্ধমান-মুর্শিদাবাদ সীমানায় তাকে ধরা হয়।

https://p.dw.com/p/4COWv
হাসপাতালে রেণু খাতুন।
হাসপাতালে রেণু খাতুন। ছবি: Satyajit Shaw/DW

স্ত্রীর হাত কাটার পর তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল স্বামী সরিফুল শেখ। তারপরই সে পালায় বলে অভিযোগ। পুলিশ মঙ্গলবার সকালে সরিফুলের বাবা-মা-কে গ্রেপ্তার করেছিল। তারা জানিয়েছেন, তারা ঘুমচ্ছিলেন। কোনো শব্দ তারা শুনতে পাননি। পুলিশ বিকেলে সরিফুলকে ধরে। বুধবার তাকে কাটোয়ার মহকুমা আদালতে পেশ করা হবে।

রেণুর স্বামীকে ধরার জন্য কেতুগ্রাম পুলিশ কয়েকটি দলে ভাগ হয়ে আশপাশের জেলাগুলিতে ছড়িয়ে পড়ে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এফআইআরে যাদের নামে অভিযোগ করা হয়েছিল, তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে রেণুর স্বামীর দুই বন্ধুর উল্লেখ ছিল। তারা কারা, সে ব্যাপারে পুলিশ খোঁজ করছে।

রেণু ও তার পরিবারের অভিযোগ, সরিফুল কিছুতেই রেণুকে চাকরি করতে দিতে চাইত না। রেণু সরকারি চাকরি পায়। তারপরই গত শনিবার রাতে দুই বন্ধুকে নিয়ে ঘরে ঢুকে রেণুর মুখে বালিশ চাপা দিয়ে সরিফুল তার ডান হাত কেটে নেয় বলে অভিযোগ। রেণু এখন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে আছেন। তিনি অনেকটাই সুস্থ। হাসপাতালে বসে বাঁ-হাতে লেখার চেষ্টা করছেন।

রেণু দাবি করেছেন, তার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষদের কড়া শাস্তি দিতে হবে। তার চাকরি যাতে বজায় থাকে, সেই আবেদনও জানিয়েছেন তিনি।

জিএইচ/এসজি (পিটিআই)