সোলেইমানি হত্যা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ
ইরানের সেনা বাহিনীর শী্র্ষ কর্মকর্তা এবং কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসিম সোলেইমানির নিহত হওয়ার খবরে ইরানসহ কয়েকটি দেশে অ্যামেরিকাবিরোধী বিক্ষোভ হয়েছে৷ শুক্রবার বাগদাদে মার্কিন বিমান হানায় নিহত হন সোলেইমানি৷
মার্কিন পতাকা পুড়িয়ে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কাসিম সোলেইমানির নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ইরানের রাজধানী তেহরানে মার্কিন পতাকা পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা৷
পুড়ছে ইসরায়েলের পতাকাও
সোলেইমানি নিহতের ঘটনায় এশিয়ার মুলসমান অধ্যুষিত দেশ পাকিস্তানের লাহোরে বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের পাশপাশি ইসরায়েলের পতাকাতেও আগুন দেন৷
গুপ্তহত্যার প্রতিবাদ
সাধারণ ইরানীদের অত্যন্ত প্রিয় ছিলেন কাসিম সোলেইমানি৷ তাকে হত্যা করার খবরে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসেন৷
ছবি হাতে মাতম
তেহরানে বিক্ষোভকারীদের অনেকের হাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খমেনির ছবি ছিল৷ যেন তারা খমেনির কাছে সোলেইমানি হত্যার বিচার চাইছেন৷
পাকিস্তানে আরো প্রতিবাদ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ আরো কয়েকটি শহরে সোলেইমানি হত্যার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভে নারীরাও অংশ নিয়েছেন৷
কাশ্মীরেও বিক্ষোভ
ভারতের কাশ্মীরেও কাসিম সোলেইমানি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে৷
দ্বিতীয় প্রভাবশালী নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খমেনির অত্যন্ত ঘনিষ্ঠজন কাসিম সোলেইমানি দেশটির দ্বিতীয় প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হতেন৷