সৈন্য হিসেবে প্রাণী
যুদ্ধে জন্তু-জানোয়ারের ব্যবহার সেই আদিকাল থেকে৷ আগে যোদ্ধারা হাতি কিংবা ঘোড়ার পিঠে করে যুদ্ধের ময়দানে যেতেন, আর এখন প্রাণীদের ব্যবহার করা হয় গোয়েন্দা সহ শান্তিপূর্ণ নানান কাজে৷
গোয়েন্দা ডলফিন
ক’দিন আগে ইসরায়েলের এক গোয়েন্দা ডলফিনকে গ্রেপ্তারের দাবি করেছে হামাস৷ ঐ ডলফিনের গায়ে নাকি ক্যামেরা আর ক্ষুরধার তীর লাগানো ছিল৷ সাগরের পানির নীচে মাইন আছে কিনা – তা জানতে বিশ্বজুড়ে নৌ-বাহিনীর সদস্যরা অনেকদিন থেকেই ডলফিনের সহায়তা নিচ্ছেন৷ সোনারের মাধ্যমে ডলফিন মাইন খোঁজার কাজটি করে৷
মৌমাছি
প্রাচীনকালে গ্রিক ও রোমানরা শত্রুদের কাবু করতে মাঝেমধ্যে প্রাসাদের দিকে মৌমাছির চাক ছুড়ে মারত৷ তবে আজকাল একটু শান্তিপূর্ণ ভূমিকায় মৌমাছিদের দেখা যায়৷ ল্যান্ডমাইন শনাক্ত করার কাজে তাদের ব্যবহার করা হয়৷
সি লায়ন
ডলফিনের মতোই সামুদ্রিক সিংহ পানির নীচে মাইন শনাক্ত ও গোয়েন্দাগিরির কাজ করে৷ এছাড়া তারা সন্দেহজনক কোনো মানুষকে আঘাত করে আহত করতে পারে, যেন পরবর্তীতে ঐ সন্দেহভাজনকে টেনে উপরে তোলা যায়৷
আত্মঘাতী বোমা হামলাকারী বাদুড়
মার্কিন নৌবাহিনী একসময় বাদুড়ের গায়ে বোমা বসিয়ে সেগুলো জাপানের শহরগুলোতে বিস্ফোরণের পরিকল্পনা করেছিল৷ কিন্তু এই কাজে বাদুড় মানুষকে ততটা সহায়তা না করায় ঐ পরিকল্পনা থেকে সরে আসেন মার্কিন নৌ সেনারা৷
হাতি
যুদ্ধক্ষেত্রে হাতির ব্যবহার প্রথম শুরু হয় ভারতে৷ এরপর সেটা পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়ে৷ গ্রিক জেনারেল ‘পিরাস অফ এপিরাস’, হানিবাল এঁরা যুদ্ধে হাতি ব্যবহারে পারদর্শিতা দেখিয়েছেন৷
কুকুর
প্রাচীনকালে শত্রুদের আঘাত করতে, নিজের সীমানা সুরক্ষিত রাখতে কুকুরের সাহায্য নেয়া হতো৷ তবে আজকাল তথ্যের বাহক হিসেবে, ট্র্যাকিং করতে কুকুর ব্যবহৃত হয়৷ সাম্প্রতিককালে ইরাক ও আফগানিস্তানে বোমা খোঁজার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনী কুকুরের সাহায্য নিয়েছে৷ সেক্ষেত্রে অনেক সময় কুকুরকে বুলেট প্রুফ বর্ম পরিয়ে দেয়া হয়েছিল৷
ঘোড়া
একটা সময় ছিল যখন ঘোড়া ছাড়া যুদ্ধের কথা ভাবাই যেত না৷ সব অঞ্চলের প্রায় সব সেনাবাহিনীই যুদ্ধে ঘোড়া ব্যবহার করেছে৷ পরবর্তীতে ট্যাঙ্ক আর মেশিনগানের মতো আধুনিক অস্ত্র আসার পর ঘোড়ার ব্যবহার কমে যায়৷