সুশান্ত সিং রাজপুত: জানা-অজানা কিছু কথা
১৪ জুন নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে সুশান্ত সিং রাজপুতকে। ধারণা করা হচ্ছে, হয়ত আত্মহত্যা করেছেন মাত্র ৩৪ বছর বয়সি এই বলিউড অভিনেতা৷ তার সম্পর্কে অনেক তথ্য থাকছে এই ছবিঘরে।
জন্ম
১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পাটনায় জন্ম। পাঁচ ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। বাকি চারজন বোন।
পড়ালেখা
দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই থিয়েটারে আগ্রহ হয়। তাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বিদায় জানান। শুরু করেন নাচ শেখা।
ছোট পর্দায় অভিষেক
২০০৮ সালে একতা কাপুরের প্রযোজনায় ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক তার। সেখানে চরিত্রটি ছোট হলেও একতা কাপুরের পরের সিরিয়াল ‘পবিত্র রিশতা’য় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এবং সিরিয়াল ও তার চরিত্র দু’টোই বেশ জনপ্রিয়তা পায়।
বড় পর্দায় অভিষেক
২০১৩ সালে ‘কাই পো ছে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সুশান্তের। ঐ বছর আরও একটি চলচ্চিত্র মুক্তি পায়, ছবিটির নাম ‘শুদ্ধ দেশি রোমান্স’।
সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র
‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘পিকে’র পর ২০১৬ সালে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় দুর্দান্ত অভিনয় তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। প্রথমবারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেতার মনোনয়ন দিয়েছিল তাঁকে।
শেষ ছবি
বড় পর্দায় তার অভিনীত মুক্তিপাওয়া শেষ ছবি ‘ছিছোড়ে’ বেশ সফল। কেবল ভারত থেকেই এটি ১০০ কোটি রূপি আয় করেছে। তবে এর আগে তিনটি ছবি ‘রাবতা’, ‘সোনচিড়িয়া’ ও ‘ড্রাইভ’ ফ্লপ ছিল।তবে ‘কেদারনাথ’ অবশ্য ব্যবসাসফল ছিল।
প্রেম
সুশান্তের সঙ্গে সবচেয়ে আলোচিত প্রেম পবিত্র রিশতায় তার ‘স্ত্রী’র ভূমিকায় অভিনয় করা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে। কিন্তু পাঁচ বছর ‘লিভ ইন’ করার পর বিচ্ছেদ হয় তাদের। এই জুটির বিয়ে নিয়েও গুজব রয়েছে। এরপর কিছুদিন কৃতি শ্যানন ও সারা আলী খানের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। সবশেষ অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বলিউডে আলোচনা শোনা গিয়েছে।
মায়ের মৃত্যু
২০০২ সালে মায়ের মৃত্যুতে বেশ ভেঙে পড়েছিলেন। অবসাদ হলেই মাকে স্মরণ করতেন বোঝা যায় তার ইনস্টাগ্রাম পোস্টগুলো দেখে।
আত্মহত্যা
১০ জুন সুশান্তের পিআর ম্যানেজার দিশা সাইলানি ১৪ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। অবসাদগ্রস্থ সুশান্ত এ থেকে হয়ত আরো ভেঙে পড়েছিলেন। ১৪ জুন তার লাশ পাওয়া যায় বান্দ্রার বাসায় ঝুলন্ত অবস্থায়। ছিল না কোনো সুইসাইড নোট।