1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ অক্টোবর ২০১৩

আগামী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী৷ রোববার আদালতে এই রিটের ওপর শুনানি হতে পারে৷ রিটকারী আইনজীবী ডয়চে ভেলেকে জানান, আপাতত তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই৷

https://p.dw.com/p/19tOW
ছবি: picture-alliance/Dinodia Photo

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ তাঁর আবেদনে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সঙ্গে সাঘর্ষিক বলে ২০১১ সালের ১০ই মে তা বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট৷ কিন্তু ঐ রায়ে একই সঙ্গে আগামী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে উল্লেখ করা হয়েছে৷

২০১২ সালের ১৬ই সেপ্টেম্বর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ের আদেশের অংশে আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এই মন্তব্য তুলে দেয়া হয়৷ তবে তা পর্যবেক্ষণে আছে৷ তিনি মনে করেন, দেশের রাজনৈতিক সংকট দূর করে সরকারের ধারবাহিকতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ১০ এবং ১১তম জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনেই হওয়া উচিত৷ হাইকোর্টের বিচারপতি হোসাইন হায়দার এবং খুরশীদ হোসেনের বেঞ্চে করা রিট আবেদনে তিনি রুল জারি এবং আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার আদেশ চেয়েছেন৷

Bangladesch Parlament Gebäude in Dhaka
রিটাকারী আইনজীবী জানান, তিনি দেশের স্বার্থে এই রিট করেছেনছবি: AP

রিটাকারী আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ ডয়চে ভেলেকে জানান, তিনি দেশের স্বার্থে এই রিট করেছেন৷ বিষয়টি রাজনৈতিক হলেও দেশের মানুষের কল্যাণ সবার আগে৷ তিনি বলেন, দেশে যে অস্থিরতা এবং নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে – তা দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে৷ আর তেমনটা যদি হয় তাহলে দেশের সবাই ক্ষতিগ্রস্থ হবেন৷

তিনি বলেন, পূর্নাঙ্গ রায়ের আদেশে আগামী দুটি নির্বাচনের কথা না থাকলেও পর্যবেক্ষণে দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলা হয়েছে৷ এছাড়া, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পর্যবেক্ষণ মানতে সবাই বাধ্য৷ রায়ের আলোকে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলেও রায়ের পর্যক্ষেণের কার্যকারিতা শেষ হয়ে যায়নি৷ তিনি তাই তা কার্যকর করতেই রিট করেছেন৷ তিনি বলেন, আপিল বিভাগের এই পর্যবেক্ষণ কার্যকর করতে সেখানেই আবেদন করা উচিত৷ কিন্তু আইন অনুযায়ী হাইকোর্টেই রিট করতে হয়, যা তিনি করছেন৷ রোববার এর শুনানি হবে৷

ড. ইউনূস আলী আকন্দ বলেন, তিনিও মনে করেন তত্ত্বাবধায়ক সরকার কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না৷ তবে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনের মতো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য