1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসুদান

সুদানের দারফুরে সংঘর্ষে নিহত অন্তত ১৬৮ জন

২৫ এপ্রিল ২০২২

সুদানের দারফুরের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন৷ নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছে দাতা সংস্থাগুলো৷

https://p.dw.com/p/4AOKW
Janjaweed-Miliz zerstört weiterhin Dörfer in Darfur
ফাইর ফটোছবি: Scott Nelson/Getty Images

দারফুরে ২০০৩ সাল থেকে গৃহযুদ্ধ চলছে৷ গত অক্টোবর থেকে এই সংঘাত জমি, গবাদি পশু এবং জলের কারণে বেড়ে গিয়ে ভয়াবহ রূপ নিয়েছে৷

শরণার্থী সহযোগিতা সংস্থা জেনারেল কোঅর্ডিনেশন ফর রিফিজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর এর মুখপাত্র আদম রেগাল জানান, ‘‘গত শুক্রবারে পশ্চিম দারফুরের ক্রাইনিক এলাকায় শুরু হওয়া সংঘাতে অন্তত ১৬৮ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছে৷'' এই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন৷

সশস্ত্র ব্যক্তিরা তাদের গোত্রের ২ জনের হত্যার প্রতিশোধ নিতে গত শুক্রবার অভিযুক্ত বিরোধী গোত্রের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়, সেদিন অন্তত ৮ জন মারা যায়৷

বেশ কয়েকটি হাসপাতালে হামলা হয়েছে৷ রেড ক্রসের কর্মীরা আহতদের নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য সব গোত্রের প্রতি আহ্বান জানিয়েছেন৷

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এলাকার বাড়িঘরের জলন্ত ছবি দেখা গেছে৷ কিন্তু বার্তা সংস্থা এএফপি এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি৷

জাতিসংঘ বলছে, ২০০৩ সালে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং আড়াই লাখের মত মানুষ গৃহহীন হয়েছে৷

এএস/ এপিবি (এপি, এএফপি)