সীমান্তে মৃত্যুর ডাক
যুক্তরাষ্ট্র সীমান্তে পিতা-কন্যার মৃত্যুর ছবিটি এখন অবৈধ অভিবাসন প্রক্রিয়ার প্রতীক৷ ঝুঁকি জেনেও নদী সাঁতরে সীমান্ত পাড়ি দিয়ে সুদিন চেয়েছিলেন রামিরেজ৷ নদী পার হতে গিয়ে মৃত্যু হয় বাবা মেয়ের৷
ভাগ্য বদলে মৃত্যু ঝুঁকি!
যুক্তরাষ্ট্র আর মেক্সিকোকে দ্বিখণ্ড করে বয়ে চলেছে রিও গ্র্যান্ড৷ যুক্তরাষ্ট্র প্রান্তে রিও গ্র্যান্ডের তীরে পড়ে আছে বাবা আর মেয়ের প্রাণহীন দেহ৷ দুই বছরের শিশুটির একটি হাত তখনো জড়িয়ে ধরে আছে তার বাবার গলা৷ যুক্তরাষ্ট্রের সীমান্তে ঢুকতে সেন্ট্রাল অ্যামেরিকানদের কতোটা ঝুঁকি নিতে হয়, এ যেন তারই প্রতিচ্ছবি৷
সবহারা
স্বপ্নের অ্যামেরিকায় পা দিলে, চাকরি মিলবে৷ টাকা জমাতে পারলে, নিজেদের একটা বাড়ি৷ কিন্তু রিও গ্র্যান্ডের স্রোত কেড়ে নিল সব৷ তানিয়া আভলোস প্রাণে বেঁচে গেলেন ঠিকই, কিন্তু চোখের সামনে দেখলেন, স্রোতের তোড়ে স্বামী-সন্তানের ভেসে যাওয়া৷
মর্গের পাশে
বাবা-মেয়ের মরদেহ উদ্ধারে পর তা রাখা হয় মর্গে৷ শত ধকল সয়েও তানিয়াকে পালন করতে হয়, সেখানকার দাপ্তরিক কাজ৷ নতুবা, স্বামী সন্তানের সৎকার নিয়ে তৈরি হবে জটিলতা৷
মরদেহের খোঁজে
কোনোরকম পাড়ে পৌঁছান তানিয়া৷ সম্বিৎ পেয়ে শুরু হয় স্বামী সন্তানের জন্য আহাজারি৷ তাঁর আর্তচিৎকারে, স্রোতে ভেসে যাওয়া অস্কার আর তাঁর মেয়েকে খুঁজে পেতে, নদীতে নামে মেক্সিকান নৌ-সেনারা৷
বিমর্ষ মা!
নিহত রামিরেজের মায়ের নাম রোজা রামিরেজ৷ আপন নিবাস এল সালভাদরে সব প্রতিকূলতা মেনে দিন পার করছেন৷ এই ভয়াল পথ নিয়ে পুত্রকে সাবধান করেছিলেন মা৷ কিন্তু জীবন বদলের স্বপ্নের মোহে, পুত্র শুনলো না মায়ের মিনতি৷ এখন সন্তান হারা মায়ের বুক জুড়ে খাঁ খাঁ শূন্যতা৷