1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালমান রুশদির ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাস নিয়ে ছবি

১৯ মে ২০১১

বিতর্কিত লেখক সালমান রুশদির বিখ্যাত উপন্যাস অবলম্বনে প্রথমবারের মতো তৈরি করা হলো সিনেমা৷ রুশদির দ্বিতীয় উপন্যাস বুকার পুরস্কার খচিত ‘মিডনাইটস চিলড্রেন’ এর কাহিনী নিয়ে ছবিটি তৈরি করেছেন ক্যানাডিয়ান পরিচালক দীপা মেহতা৷

https://p.dw.com/p/11JTs
রুশদির দ্বিতীয় উপন্যাস বুকার পুরস্কার খচিত ‘মিডনাইটস চিলড্রেন’ এর কাহিনী নিয়ে ছবিটি তৈরি করা হয়েছেছবি: National School of Drama

সম্প্রতি শেষ হলো সিনেমার দৃশ্যায়ন৷ ছবির দৃশ্যায়নের জন্য ক্যানাডিয়ান এই পরিচালক ভারত কিংবা পাকিস্তানের পরিবর্তে বেছে নিয়েছিলেন দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে৷ ছবি তৈরির সময় ধর্মীয় মৌলবাদীদের সঙ্গে যে কোন ধরনের সমস্যা ও বিতর্ক এড়াতেই তাঁর এই সিদ্ধান্ত৷

‘দ্য স্যাটেনিক ভার্সেস' ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক রুশদির চতুর্থ উপন্যাস৷ এই উপন্যাসের জন্য তাঁকে ১৯৮৯ সালে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খোমেইনি মৃত্যুদণ্ডের ফতোয়া দেন৷ এরপর বহু বছর ধরে রুশদিকে পুলিশি পাহারায় দিন কাটাতে হয়৷ তাই স্বাভাবিকভাবেই এই লেখকের উপন্যাস নিয়ে ছবি তৈরি করতে গিয়ে নানা ধরণের সমস্যার মুখোমুখি হতে হয় ‘ফায়ার', ‘আর্থ' ও ‘ওয়াটার' ছবির খ্যাতনামা পরিচালক দীপা মেহতাকে৷ ছবিটির প্রায় তিনমাসের শুটিং শেষ হওয়ার পর ইরানের পক্ষ থেকে আবারও অভিযোগ তোলা হয়৷ শ্রীলঙ্কা কর্তৃপক্ষ এই ছবিটির দৃশ্যায়ন তাদের দেশে করার অনুমতি প্রত্যাহার করে নেয়৷ মেহতাকে কিছুদিনের জন্য ছবির কাজ বন্ধ রাখতে হয়৷ শেষ পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসে নিজে শুটিং শেষ করার অনুমতি দেন৷

Cover Salman Rushdie Die satanischen Verse englisch
‘দ্য স্যাটেনিক ভার্সেস' ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক রুশদির চতুর্থ উপন্যাস৷ এই উপন্যাসের জন্য তাঁকে ১৯৮৯ সালে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খোমেইনি মৃত্যুদণ্ডের ফতোয়া দেন৷ছবি: Random House
Salman Rushdie Porträtfoto
বিতর্কিত লেখক সালমান রুশদিছবি: picture-alliance / dpa

শ্রীলঙ্কার ‘দ্য ফিল্ম টিম' কোম্পানি মিডনাইটস চিলড্রেন ছবির প্রযোজনা কাজ সমন্বয়ের দায়িত্ব পালন করেছে৷ এই কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের আপত্তি থাকা সত্ত্বেও গত রোববার ছবির কাজ শেষ হয়েছে৷ ভারত ভাগের মুহূর্তে জন্ম নেয়া কিছু মানুষের আখ্যান রুশদির ‘মিডনাইটস চিলড্রেন'৷ এই কাহিনী অবলম্বনে দীপা মেহতার ছবি ২০১২ সালের প্রথমার্ধে মুক্তি পাবে ‘উইন্ডস অফ চেঞ্জ' নামে - ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষায়৷ অভিনয় করেছেন সীমা বিশ্বাস, রাহুল বোস, শাহানা গোস্বামী প্রমুখ৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক