1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরু জবাই বন্ধের বিরুদ্ধে আদালত

২৭ জানুয়ারি ২০১৭

গো-হত্যা বন্ধ করার আবেদন প্রত্যাখ্যান করেছে ভারতের সুপ্রিম কোর্ট৷ তবে কোনো রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না বলেও জানা গেছে৷ অর্থাৎ যে সব রাজ্যে এখনো নিষিদ্ধ নয়, সে সব রাজ্যে গবাদি পশুর মাংস বিক্রি চলবে৷

https://p.dw.com/p/2WV8v
দিল্লির রাস্তায় গরু
ছবি: AP

ভারতের মোট ২৯টি রাজ্যের মধ্যে ২২টিতেই গবাদি পশুর মাংস বিক্রি নিষিদ্ধ৷ আইনে থাকলেও নিষেধাজ্ঞা এতকাল কার্যকর ছিল না, তবে ২০১৪ সালে হিন্দু মৌলবাদী দল বিজেপি আবার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে৷ কিছু কিছু রাজ্যে নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে কার্যকর করা শুরু হলে বিশৃঙ্খলা দেখা দেয়৷ ২০১৫ সালে উত্তর প্রদেশ রাজ্যের দাদরি এলাকার একটি গ্রামে ৫০ বছর বয়সি এক মুসলমানকে ঘরে গরুর মাংস রাখা ও খাওয়ার অভিযোগ তুলে পিটিয়ে মারে মৌলবাদীরা৷

বিজেপি ক্ষমতায় আসার পর সারা ভারতে গরুর মাংস বিক্রি এবং খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগও নেয়া হয়৷ এর ধারাবাহিকতায় হিমাচল প্রদেশ রাজ্যের হাইকোর্টও একবার কেন্দ্রীয় সরকারকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছে

কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট সারা দেশে গো-হত্যা বন্ধের একটি আবেদন প্রত্যাখ্যান করেছে৷ রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘কোনো রাজ্য (গবাদি পশু) হত্যা নিষিদ্ধ করতে পারে, অন্য রাজ্যগুলো তা না-ও করতে পারে৷ আমরা রাজ্যের আইনে হস্তক্ষেপ করবো না৷''

প্রসঙ্গত, হিন্দুপ্রধান দেশ ভারতে মুসলমান, খ্রিষ্টান, এমনকি নিম্নবর্ণের হিন্দুরাও গরুর মাংস খায়৷ তবে সাধারণভাবে হিন্দুরা গরুর মাংস খায় না, ধর্মীয় দৃষ্টিতে তাঁরা গরুকে ‘গো-মাতা' হিসেবে সম্মান করেন৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য