1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগরতলে জেলিফিশের উপদ্রব

হাফসা হোসাইন৪ জানুয়ারি ২০০৯

জলবায়ুর নেতিবাচক পরিবর্তন কিংবা বিভিন্ন ভৌগোলিক প্রক্রিয়ার কারণে একদিকে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রাণী৷ অপরদিকে বিস্তার ঘটছে অন্যান্য প্রাণীদের৷যেগুলোর সবই খুব একটা কাংখিত নয়৷ যেমন জেলিফিশ৷

https://p.dw.com/p/GRuO
দেখতে নজরকাড়া হলেও জেলিফিশ কিন্তু খুবই বিপজ্জনকছবি: picture-alliance / Reinhard Dirscherl/OKAPIA

জেলিফিশ৷ নামের সঙ্গে ফিশ জুড়ে দেয়া হলেও আসলে জেলিফিশ কোন মাছ নয়, নিছক এক সামুদ্রিক প্রাণী৷ সাগর জলে নরম, তুলতুলে এই প্রাণীটির উপস্থিতি দিন দিনই বাড়ছে৷ হাওয়াই, মেক্সিকো উপসাগর, অস্ট্রেলিয়া, বেরিং, কৃষ্ণ কিংবা জাপান সাগরের উপকূলই বলুন আর গভীর জলে হোক সব জায়গাতেই ঝাঁকে ঝাঁকে জেলিফিশের দল৷ কোথাও কোথাও শত শত বর্গমাইল এলাকা জুড়ে থাকে জেলিফিশের ঝাঁক৷ সম্প্রতি মার্কিন এক গবেষণায় দেখা গেছে, এই জেলিফিশের উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিবছর মাছের ব্যবসায় নামছে ধস৷ শুধু তাই নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্পও৷ ১৯৮০-র দশক থেকে এ পর্যন্ত মাছ আর পর্যটন ব্যবসায় লোকসান হয়েছে শত শত কোটি ডলার৷ কিভাবে? মার্কিন ওই রিপোর্টে বলা হয়েছে, কৃষ্ণ-সাগরে জেলিফিশের প্রজনন মৌসুমে কেবল এক ঘনমিটার জায়গাতেই থাকে এক হাজারেরও বেশি মুঠো আকৃতির জেলিফিশ৷ এসব প্রাণীর খাবারই হলো মাছের ডিম৷ আর তার ফলে সাগরে মাছের পরিমাণ যাচ্ছে কমে, সেই সঙ্গে বিপন্ন হচ্ছে জেলেদের জীবিকা৷ শুধু কৃষ্ণ-সাগর নয়, এরকম চিত্র প্রায় সবখানেই৷ ক্যালিফোর্নিয়ার মন্টেরে উপকূলের জ্বলজ প্রাণীর এক-তৃতীয়াংশই জেলিফিশ৷

BDT Weihnachten unter Wasser im Ozeanaquarium Sea Life
সমুদ্র তলে ডুবুরিরা মাঝে মধ্যে জেলিফিশের বিষাক্ত ছোয়ায় আহত হনছবি: AP

গবেষকদের হিসেবে, জেলিফিশের বিষাক্ত ছোঁয়ায় প্রতিবছর বিশ্বজুড়ে আহত হচ্ছে ১৫ কোটি মানুষ৷ আর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, আটলান্টিক উপকূল, অস্ট্রেলিয়া আর কৃষ্ণ-সাগরে জেলিফিশের উপদ্রবটা বাড়াবাড়ি রকমের৷ এমনকি জেলিফিশের ছোঁয়ায় মৃত্যু পর্যন্ত হয়েছে বেশ কয়েকজনের৷ এজন্য ওসব উপকূলে পর্যটকের সংখ্যা যাচ্ছে কমে৷ জেলিফিশের কারণে কৃষ্ণ-সাগরে মাছ ব্যবসা আর পর্যটন শিল্পে লোকসান হয়েছে ৩৫ কোটি ডলার৷

গবেষকদের মতে, জেলিফিশের বিস্তার ঘটছে প্রাকৃতিক নিয়মেই৷ তবে বর্তমানে এই ব্যাপক বিস্তারের পেছনে মানুষের কর্মকান্ডকেও দায়ী করছেন তারা৷ সমুদ্রে দূষণের মাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের পানির তাপমাত্রা বেড়ে যাওয়া, তেল ও গ্যাস উত্তোলনের জন্য সাগরে বিভিন্ন স্থাপনা এবং অতিরিক্ত মাছ ধরার কারণেই বেড়ে যাচ্ছে জেলিফিশের উপস্থিতি৷