1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকিবের অ্যাগ্রো ফার্মে শ্রমিক-বিক্ষোভ

২০ এপ্রিল ২০২০

সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন৷

https://p.dw.com/p/3bB6h
ছবি: bdnews24.com

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এই ফার্মে গত চার মাস বেতন পাননি বলে দাবি করেছেন কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা৷ সকালে মুন্সিগঞ্জ-নীলডুমুর সড়ক বন্ধ করে তাঁরা বিক্ষোভ শুরু করলে সামাজিক দূরত্ব বজায় না রেখে আন্দোলন করার কারণে র‌্যাব তাদের সরিয়ে দেয়৷ আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, জানুয়ারি থেকে তারা বেতন বা সঞ্চয়ের অর্থ কোনোটাই পাচ্ছেন না৷ বর্তমানে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন বলেও জানান তারা৷ করোনা ভাইরাসের কারণে অন্য কোনো জায়গায় কাজ না পেয়ে তাদের না খেয়ে থাকতে হচ্ছে৷

সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন ডেইলি স্টারকে জানিয়েছেন, শ্রমিকদের কেবল জানুয়ারি মাসের বেতন দেয়া হবে৷ চার মাসের বেতন পাবে না৷ ওই ফার্মের অংশীদার ও তত্ত্বাবধায়ক সগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন ধরেননি৷ জানা গেছে, সাকিব আল হাসানের কেবল নামেই এই ফার্মটি৷ সব দায়িত্ব সগীর হোসেনের৷

এপিবি/এসিবি (ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

গত বছরের ২৯ অক্টোবরের ছবিঘরটি দেখুন..